<p style="text-align:justify">রাতে কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। জনসাধারণকে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। </p> <p style="text-align:justify">পলাশ বলেছেন, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কুয়াশার উপস্থিতি রয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে এসব অঞ্চলে কুয়াশার পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে।</p> <p style="text-align:justify">শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।</p> <p style="text-align:justify">শনিবার দিনভর ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সারাদিন সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর পরিস্থিতিও অনুরূপ থাকবে।</p> <p style="text-align:justify">শুক্রবার রাত থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে রাতে এসব সড়ক ও মহাসড়কে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া এসব রুটে বাস, ট্রাক, মাইক্রোবাস বা মোটরসাইকেল চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">শুক্রবার সন্ধ্যার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলের পদ্মা, মেঘনা এবং অন্যান্য নদী পথে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ থেকে ৩০০ মিটারে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। ফলে এসব নৌপথে নৌযান চলাচল অত্যন্ত বিপদজনক হতে পারে।</p> <p style="text-align:justify">বিশেষত ঢাকা-বরিশাল নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকায় নৌযান চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করতে হলে গতিসীমা ঘন্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে রাখার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।</p> <p style="text-align:justify">এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি যানবাহন চালকদের সাবধানতার সঙ্গে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে।</p>