<p>স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা দাবি করে খবর প্রকাশ করেছেন 'বিডিডাইজেস্ট.কম' নামের একটি অনলাইন পোর্টাল। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট।</p> <p>রবিবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেস উইং ফ্যাক্টের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর বিডি ডাইজেস্ট <a href="https://bddigest.com/news/11925/">'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম প্রতিষ্ঠাতা</a>' শিরোনামে খবর প্রকাশ করে।</p> <p>প্রেস উইং বলছে, সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা Firstpost নামক একটি ইউটিউব চ্যানেলে ও BDDiGEST নামক একটি নিউজ পোর্টাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ‍্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেশের সিভিল সার্ভিসের এই কর্মকর্তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিবি পরিচয়ে চাঁদাবাজি—আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736060723-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিবি পরিচয়ে চাঁদাবাজি—আটক ব্যক্তি ছাত্রশিবির নয়, ছাত্রদল নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/05/1465169" target="_blank"> </a></div> </div> <p>ওই প্রতিবেদনে প্রমাণ হিসেবে শুধুমাত্র ২০০৮ সালে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত ‘Hizb ut-Tahrir leaders held over ‘militancy’ শিরোনামের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ডেইলি স্টারের ওই প্রতিবেদনে নাসিমুল গনি নামে যে ব্যক্তির কথা উল্লেখ রয়েছে সেই ব্যক্তি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সম্পূর্ণ আলাদা ব‍্যক্তি। ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখিত ব‍্যক্তি মূলত একজন কনভার্টেড মুসলিম এবং ব্রিটিশ সিটিজেন বলে জানিয়েছে প্রেস উইং।</p> <p><img alt="CA press" height="788" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/তরীকত ফেডারেশন/472709907_122124972872594588_6190371636433387492_n.jpg" width="940" /></p> <p>সিএ প্রেস উইং ওই স্ট্যাটাসে আরো জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি তার চাকরি জীবনে বহু গুরুত্বপূর্ণ পদে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের পর জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব পদে দায়িত্বপালনকালে তিনি একাধিকবার যুক্তরাজ্য সফর করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্ডফোর্ড থেকে টপ ম্যানেজমেন্ট ট্রেনিং নেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর যা ঘটল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/05/1736059228-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর যা ঘটল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2025/01/05/1465162" target="_blank"> </a></div> </div> <p>হিযবুত তাহরীর এখনো বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে জানিয়েছে প্রেস উইং বলছে, আমরা মনে করি, জনাব নাসিমুল গনিকে জড়িয়ে প্রকাশিত এই মিথ্যা প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়দের দ্বারা চলমান অপপ্রচারের অংশ।</p>