<p style="text-align:justify">একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে দুই কিশোরী। তারা দুই বান্ধবী একই কিশোরকে পছন্দ করে। সেই স্কুলেই পড়াশোনা করে তাদের ‘স্বপ্নের প্রেমিক’। তা নিয়েই ঝামেলা দুই কিশোরীর। মাঝরাস্তায় একা পেয়ে একে অপরের উপর চ়ড়াও হয় দুজন। তার পর শুরু হয় চুলোচুলি। চুলের মুঠি ধরে রাস্তায় শুয়ে পড়ে মারপিট করতে দেখা যায় দুজনকে। সামাজিক মাধ্যমে তাদের মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।</p> <p style="text-align:justify">ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি  ভারতের উত্তরপ্রদেশের বাঘপাত এলাকায় আমিনগর সরাই শহরে ঘটেছে। ওই এলাকার একটি স্কুলে পড়ে দুই কিশোরী। দুজনেই দশম শ্রেণির ছাত্রী। দুজনে একই কিশোরের প্রেমে পড়েছে। সেই কিশোর আবার তাদের স্কুলেই পড়ে। তবে কেউই সেই কিশোরের সঙ্গে সম্পর্কে নেই। </p> <p style="text-align:justify">কিন্তু দুজনের যে পছন্দের মানুষ একই, তা জানতে পারে দুই কিশোরী। তার পরেই শুরু হয় ঝামেলা। ভিডিওতে দেখা যায়, দুই কিশোরী রাস্তায় চুলোচুলি করছে। দুজনের পরনেই স্কুল ইউনিফর্ম। রাস্তায় শুয়ে মারপিট করছে তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ফিজিতে নববর্ষের দিন ভার্জিন অস্ট্রেলিয়ার দুই ক্রুকে ধর্ষণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735804119-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ফিজিতে নববর্ষের দিন ভার্জিন অস্ট্রেলিয়ার দুই ক্রুকে ধর্ষণ</p> </div> </div> </div> </div> </div> <p style="text-align:justify">সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল স্কুলের অন্য শিক্ষার্থীরা। দুজনকে মারামারি করতে দেখে তাদের ঝামেলা থামানোর চেষ্টা করছিল সবাই।</p> <p style="text-align:justify"><iframe frameborder="0" height="400" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://twitframe.com/show?url=https://x.com/i/status/1874683862791712929" width="600"></iframe></p>