<p style="text-align:justify">দেশে ২০২৪ সালে বেশ কিছু বিখ্যাত ও গুণী মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিধ, ভাস্কর, ব্যবসায়ী, চলচ্চিত্রকার, গীতিকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। এসব গুণীজনদের মৃত্যু হলেও রেখে যাওয়া কর্ম ও আদর্শের কারণে তাঁরা বেঁচে থাকবেন। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় ৮৬২ ছাত্র-জনতা।</p> <p style="text-align:justify">এ ছাড়া ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছেন। উল্লেখযোগ্য কয়েকজনকে নিয়ে আলোচনা করা হলো :</p> <p style="text-align:justify">সাবেক রাষ্ট্রপতি ও খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (৯৪) চিকিৎসাধীন অবস্থায় গত ৪ অক্টোবর ইন্তেকাল করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক ছিলেন।</p> <p style="text-align:justify">২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ (৮৩) মারা গেছেন। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু (৯৩) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ মারা যান।</p> <p style="text-align:justify">তিনি ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের (তৎকালীন মালদহ জেলা, ব্রিটিশ-ভারত) শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ অমর এই পঙ‌ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ ১৩ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৮৬ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। দ্রোহ ও প্রেমের এই কবির জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। নেত্রকোনা শহরে কেটেছে কবির শৈশব, কৈশোর ও প্রথম যৌবন।</p> <p style="text-align:justify">ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ (৭৯) ১৮ ফেব্রুয়ারি মারা যান। হাসিনা মমতাজ ১০ মার্চ ১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ-ভারতের চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা (৭৫) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন মারা যান। তিনি ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">রাজনৈতিক অঙ্গনে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পাওয়া সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী (৮২) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ অক্টোবর মারা যান। মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে।</p> <p style="text-align:justify">একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবর রহমান (৯৪) বার্ধক্যের কারণে ৫ অক্টোবর রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম ১৯৩১ সালের ১ মার্চ।</p> <p style="text-align:justify">নন্দিত অভিনেতা আহমেদ রুবেল (৫৬) ৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম নেন।</p> <p style="text-align:justify">নেত্রকোনার সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা প্রায় শতবর্ষী কিংবদন্তি নেত্রী কুমুদিনী হাজং বার্ধক্যজনিত কারণে ২৩ মার্চ মারা যান। তাঁর ব্রিটিশ শাসনামলের ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহে ছিল অনন্য ভূমিকা। রুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ শাসক ও জমিদারদের যুগপৎ শোষণের বিরুদ্ধে।</p> <p style="text-align:justify">স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম মৃত্যুবরণ করেন ১৭ অক্টোবর। ১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে সুজেয় শ্যামের জন্ম।</p> <p style="text-align:justify">যে দাবাকে ধ্যান-জ্ঞান করেছিলেন, সেই দাবা খেলতে খেলতেই হার্ট অ্যাটাকে ৬ জুলাই মারা গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (৫০)। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ২০০২ সালে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হওয়ার খেতাব অর্জন করেন।</p> <p style="text-align:justify">২০২৪ সালের ১৩ মার্চ মারা যান প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ (৬৭)। অজানা এক অভিমানে আত্মহত্যা করেন এই গুণী সংগীতশিল্পী। সাদী মহম্মদের জন্ম ১৯৫৭ সালের ৪ অক্টোবর। তিনি ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠেন।</p> <p style="text-align:justify">খ্যাতিমান লেখক, প্রাবন্ধিক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক (৭৬) গত ২৫ জুলাই মারা যান। ড. মাহবুবুল হক আট বছর ধরে হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। মাহবুবুল হক ১৯৪৮ সালের ৩ নভেম্বর ফরিদপুরের মধুখালীতে জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">২২ এপ্রিল আরেক অভিনেতা অলিউল হক রুমি মারা যান। ১৯৬৪ সালের ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন রুমি।</p> <p style="text-align:justify">১১ ডিসেম্বর একুশে পদকপ্রাপ্ত দেশের অন্যতম রবীসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার (৭২) মারা যান। কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন পাপিয়া সারোয়ার। পাপিয়া সারোয়ারের জন্ম ১৯৫২ সালে বরিশালে।</p> <p style="text-align:justify">একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর (৯৫) রাজধানীর একটি হাসপাতালে ২৭ সেপ্টেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২৯ সালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোর্দ্দদাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের মেইন ভোকাল সংগীতশিল্পী ও সুরকার শাফিন আহমেদ (৬৩) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বেসরকারি হাসপাতালে ২৫ জুলাই মারা যান। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি ব্যান্ডদল মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন।</p> <p style="text-align:justify">বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান গত ৩১ অক্টোবর মারা যান। পাঁচ শরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। এই অভিনেতা ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে জন্মগ্রহণ করেন।</p> <p style="text-align:justify">১৬ নভেম্বর দেশের ১৮তম সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা যান। ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি ফজলুল করিম। গত ৫ ডিসেম্বর বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর ইন্তেকাল করেন। আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।</p>