আমদানি বন্ধ রাখার আহ্বান পেঁয়াজচাষিদের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমদানি বন্ধ রাখার আহ্বান পেঁয়াজচাষিদের
সংগৃহীত ছবি

আমদানি বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর বাঘার পেঁয়াজচাষিরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি দেন। চাষিদের দাবি, উৎপাদনের ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করায় তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

আরো পড়ুন
হাইকোর্টের এক বেঞ্চে শুরু হচ্ছে ‘কাগজমুক্ত’ বিচারকাজ

হাইকোর্টের এক বেঞ্চে শুরু হচ্ছে ‘কাগজমুক্ত’ বিচারকাজ

 

জানা গেছে, উপজেলায় মুড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে এক হাজার ৮৪০ হেক্টর জমিতে।

মুড়িকাটা পেঁয়াজের বীজ অনেক উচ্চ মূল্যে চাষিরা ক্রয় করে জমিতে রোপণ করেন। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন খরচ হয় এক লাখ ১০ হাজার  থেকে এক লাখ ২০ হাজার টাকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘাপ্রতি পেঁয়াজ উৎপাদন এবার ৪০-৬০ মণ হচ্ছে। বর্তমান বাজারে যার মূল্য ৩৫ থেকে ৪৫ হাজার টাকা।
এতে প্রতি বিঘা জমিতে কৃষকের লোকসান হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা।

পেঁয়াজ উত্তোলনের এখন ভরা মৌসুম। তবু বিদেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এই মুহূর্তে বিদেশ থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ না করা হয়, তাহলে চাষিরা বিরাট লোকসানের মুখে পড়বেন।

আরো পড়ুন
সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার

সমন্বয়ক হাসনাত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ভুয়া তথ্য প্রচার

 

পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে উপজেলার চাঁদপুর গ্রামে জাকির হোসেন, পলাশী ফতেপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, লিটন আলী, বজলুর রহমান, পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলাম, সাবাজুল প্রামাণিক, সাইফুল ইসলাম, ফজলুল হক, কলিগ্রামের মহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

এ বিষয়ে পেঁয়াজচাষি জাকির হোসেন বলেন, ‘৪০ বিঘা জমিতে মুড়িপেঁয়াজ চাষ করেছি। বর্তমান দামে পেঁয়াজ বিক্রি করতে হলে পথে বসতে হবে। পেঁয়াজ আমদানি করতে থাকলে চাষিরা আগামী বছর আর পেঁয়াজ চাষ করবেন না।

আরো পড়ুন
পোড়া সচিবালয়ে কুকুরের দেহ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

পোড়া সচিবালয়ে কুকুরের দেহ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, পেঁয়াজচাষিরা একটা স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিলেটে দুই দিনে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে দুই দিনে গ্রেপ্তার ১৩
প্রতীকী ছবি

সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের বিভিন্ন অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার হয়েছে। গত দুই দিনে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬, শিশু অপহরণের দায়ে ৩, ছিনতাইকারী ইয়াবাসহ ৩ এবং হত্যা মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)। 

একই দিন ভোরে সিলেটের দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য সফিককে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব-৯। সফিক দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার বেলা দেড়টায় নগরের বন্দরবাজার কারাগারের পুরাতন ডরমিটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে দেশী অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে। এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের গার্ডেন টাওয়ারে ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ নারী ও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ জানায়। 

গ্রেপ্তাররা হলেন শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই রাতে হবিগঞ্জের বাহুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাজুল হত্যা মামলার আসামি মো. মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে র‌্যাব।

মারুফ জেলার বাহুল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

শনিবার গভীর রাতে সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে শুকুরনগর জামে মসজিদের সামনের রাস্তা থেকে জুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রাসঙ্গিক
মন্তব্য

আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতি‌নি‌ধি
শেয়ার
আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম
ছবি : কালের কণ্ঠ

আত্মীয়-স্বজন ও প্রতি‌বেশী‌দের সঙ্গে ইফতার করেছেন ঢাকা-১ (‌দোহার-নবাবগঞ্জ) আসন থে‌কে জামা‌য়া‌তে ইসলামী বাংলা‌দেশ ম‌নোনীত প্রার্থী ইউ‌রোপ ও যুক্তরাজ‌্য শাখার মুখপাত্র, বাংলা‌দেশ ছাত্রশি‌বি‌রের সা‌বেক সে‌ক্রেটারি জেনারেল, ম‌তিউর রহমান নিজামীর মে‌য়ে জামাতা ব‌্যা‌রিস্টার নজরুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ) সন্ধ‌্যায় ঢাকার নবাবগ‌ঞ্জে কলা‌কোপা নিজ বাড়ি‌তে ইফতার করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাড‌ভো‌কেট ম‌ল্লিক স‌ফিউ‌দ্দিন আহ‌মেদ।

ব‌্যা‌রিস্টার নজরুল ইসলাম ব‌লেন, স্বৈরাচারী ফ‌্যা‌সিস্ট সরকারের অত‌্যাচার, জেল-জুলুম ও নির্যাত‌নের শিকার হ‌য়ে‌ছি।

অনেক বছর দে‌শে থাক‌তে পা‌রি‌নি। গর্ভধা‌রিণী মা ও শ্রদ্ধেয় পিতার মৃত‌্যুকা‌লে এক পলক দেখার সু‌যোগ দেয়‌নি ফ‌্যা‌সিস্ট হা‌সিনা। বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর শীর্ষ নেতা‌দের অন‌্যায়ভা‌বে শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলা‌দেশ জামায়া‌তে ইসলাম আমা‌কে ঢাকা-১ (‌দোহার-নবাবগ‌ঞ্জ) আস‌নে এম‌পি নির্বাচ‌নের জন‌্য আপনা‌দের সেবা করার জন‌্য ম‌নো‌নীত ক‌রে‌ছে।

আপনারা জা‌নেন জামায়া‌তে ইসলাম কোনো মো‌হে বিশ্বাস ক‌রে না। তাই যুক্তরা‌জ্যের আরামদায়ক জীবন ফে‌লে আপনা‌দের কা‌ছে এসেছি। আপনা‌দের সেবার সু‌যোগ পে‌লে প‌রিচ্ছন্ন, শা‌ন্তিময় সমাজ‌ ও দেশ‌ গ‌ড়ে তুল‌তে চাই। মানু‌ষের অধিকার ফি‌রি‌য়ে দি‌তে চান ব‌লে অঙ্গীকার ক‌রেন তিনি।

এ সময় বি‌শেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নবাবগঞ্জ উপ‌জেলা (পূর্ব) আমির মাওলানা অ্যাড‌ভো‌কেট ইব্রা‌হিম খ‌লিল, সে‌ক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, অ্যাসিস্ট্যান্ট সে‌ক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ উপ‌জেলা (প‌শ্চিম) সে‌ক্রেটা‌রি মোস্তাক আহ‌মেদসহ জামা‌য়াতে ইসলামী বাংলা‌দেশ ও ছাত্রশি‌বিরের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য

লেপের নিচ মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
লেপের নিচ মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারা হলেন উপজেলার মধুপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও তার স্ত্রী তানিয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলপাড়ার গিয়াস উদ্দিন আহম্মেদের দোতলা বাড়ির নিচতলা থেকে হৃদয় ও তানিয়ার ফ্লাটে তল্লাশি চালিয়ে খাটের ওপর বিছানো লেপের নিচ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আশুগঞ্জে ধসে পড়ল সাইলোর টাওয়ার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মীয়মাণ আধুনিক রাইস স্টিল সাইলোরের দুটি টাওয়ার (সিএইচ টাওয়ার) ধসে পড়েছে। রবিবার (১৬ মার্চ) ঝড়ে এই ঘটনা ঘটে।

প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের জানান, টাওয়ারগুলো নির্মীয়মাণ এবং অনেক কাজ বাকি। ঝড়ে পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মাল সরানো হচ্ছে।

এটি নতুন করে আবার তৈরি করা হবে।

দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জের পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।

মন্তব্য

সর্বশেষ সংবাদ