সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের বিভিন্ন অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার হয়েছে। গত দুই দিনে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬, শিশু অপহরণের দায়ে ৩, ছিনতাইকারী ইয়াবাসহ ৩ এবং হত্যা মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)।
একই দিন ভোরে সিলেটের দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য সফিককে (৩৫) গ্রেপ্তার করে র্যাব-৯। সফিক দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।
রবিবার বেলা দেড়টায় নগরের বন্দরবাজার কারাগারের পুরাতন ডরমিটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে দেশী অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে। এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের গার্ডেন টাওয়ারে ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ নারী ও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ জানায়।
গ্রেপ্তাররা হলেন শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
একই রাতে হবিগঞ্জের বাহুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাজুল হত্যা মামলার আসামি মো. মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে র্যাব।
মারুফ জেলার বাহুল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
শনিবার গভীর রাতে সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে শুকুরনগর জামে মসজিদের সামনের রাস্তা থেকে জুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।