<p>দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খান। পাকিস্তানি এই ব্যাটারের ৬২ বলে ১২৩ রানের সুবাদে চিটাগাং কিংস ২১৯ রানের পুঁজি পেয়েছে। </p> <p>আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক শুরু পেয়েছিলেন উসমান খান। তবে সেই ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ওপেনার। কিন্তু রাজশাহীর বিপক্ষে রানের গতি বাড়ানোর সঙ্গে ইনিংসও বড় করেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে পেয়েছেন হাফসেঞ্চুরি। </p> <p>পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি কমেনি তার। যদিও সেঞ্চুরি পাওয়ার আগেই ফিরতে পারতেন উসমান। সোহাগ গাজীর শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন। তবে সেটা লুফে নিতে পারেননি সাব্বির হোসেন কিংবা শফিউল ইসলামের কেউ। জীবন পেয়ে ৪৮ বলে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। বিপিএলের ক্যারিয়ারের এটি দ্বিতীয় সেঞ্চুরি উসমানের। এর আগে ২০২৩ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন উসমান।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/03/my1198/যাডপচব.jpg" width="1000" /></p> <p>উসমান খানের ব্যাটিং ঝড় দেখে বসে থাকতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ইংলিশ এই ব্যাটার সোহাগ গাজীর আউট হওয়ার আগে করেছেন ২৫ বলে ৪০ রান। ক্লার্কের বিদায়ে ভাঙে উসমানের সঙ্গে তার ১২০ রানের জুটি।</p> <p> চিটাগাং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুনও ইনিংস বড় করতে পারলেন না। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২৮ রান করেছেন। শামিম ফেরেন ২ রান করেশেষ দিকে হায়দার আলির অপরাজিত ১৯ এবং ওয়াসিম জুনিয়রের ৪ রানে ৫ উইকেটে ২১৯ রান করে চিটাগাং কিংস। </p> <p>রাজশাহীর হয়ে তাসকিন ২টি এবং গাজি, শরিফুল ও বার্ল নেন একটি করে উইকেট। <br />  </p>