<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছাড়া আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের কন্ডিশনিং ক্যামপ। তিন সপ্তাহের এই ক্যাম্পের জন্য ২৪ জন ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এদের মধ্যে চারজন বিপিএলে খেলছেন। তাঁদের ছাড়া শুরুতে ফিটনেস ও পরে স্কিল ক্যাম্প করবেন অন্যরা। আজ মিরপুরে ফিটনেস টেস্ট দেবেন ২০ জন ক্রিকেটার।</p> <p>অধিনায়ক আজিজুল হাকিম, ওপেনার জাওয়াদ আবরার ও দুই পেসার ইকবাল হোসেন এবং মারুফ মৃধা ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন। তবে বিপিএলে খেলার কারণে তাঁদের ছুটি দেওয়া হয়েছে বলে জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার।</p> <p> </p>