<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়েটের আগামী ১১ জানুয়ারির ভর্তি পরীক্ষা সামনে রেখে হোটেল ও রিসোর্টে সিটসংকট দেখা দিয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন অন্তত ২৫ হাজার পরীক্ষার্থী। প্রতি পরীক্ষার্থীর সঙ্গে আসছে আরো একাধিক সদস্য। কোনো ক্ষেত্রে পরীক্ষার্থীর সঙ্গে মা-বাবাসহ আরো এক বা একাধিক ভাই-বোন থাকছে। সব মিলিয়ে খুলনায় অতিরিক্ত প্রায় এক লাখ লোক আসছে এমন আশঙ্কাও সংশ্লিষ্টদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ জন্য ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত খুলনার হোটেল-রিসোর্টগুলোও এরই মধ্যে বুকিং হয়ে গেছে। কোথাও সিট না পেয়ে অনেকেই আছেন হতাশায়। অন্যান্য বছর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুয়েটের পরীক্ষা আগে হওয়ায় চান্স পাওয়া অনেক শিক্ষার্থী আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেন না। এবার কুয়েটেই হচ্ছে প্রথম ভর্তি পরীক্ষা। এ জন্য সব শিক্ষার্থী আসছেন খুলনায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্র মতে, এবার কুয়েট ভর্তি পরীক্ষা হবে খুলনার ১১টি প্রতিষ্ঠানে। কুয়েটের পাশাপাশি এবার যেসব সম্ভাব্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তাহলো খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারীর রেভা পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, মুজগুন্নির বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খালিশপুরের সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, বয়রার খুলনা সরকারি মহিলা কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সাউথ সেন্ট্রাল রোডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খানজাহান আলী রোডের সরকারি এমএম সিটি কলেজ এবং সরকারি সুন্দরবন আদর্শ কলেজ। হোটেলসংকটের চিত্র মিলেছে নগরীর বিভিন্ন হোটেল-রিসোর্টে খোঁজ নিয়ে। কোথাও নেই সিট। সব আগে থেকেই বুকিং করে অনেকে আবার টাকাও দিয়ে রেখেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়েটের আহবান : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে পরিমাণ লোক খুলনায় আসছে তাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।</span></span></span></span></span></p>