<p>জনপ্রিয় হলিউড অভিনেত্রী গাল গ্যাডট। পর্দায় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যেই দেখা মেলে তার। সাহসিকতার সাথে মোকাবেলা করন শত্রুদের। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সাহসীকতার সঙ্গে মোকাবেলা করেছেন নিজের গর্ভাবস্থায় সময়কাল। যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সে সময়, তা সত্যিই অকল্পনীয় ছিল অভিনেত্রীর জন্য। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করলেন তিনি।</p> <p>ইনস্টাগ্রাম পোস্টে গাল জানান, গর্ভাবস্থার অষ্টম মাসে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে থাকে তাঁর। রীতিমতো যুদ্ধ করে সেই মাসগুলি কাটিয়েছিলেন তিনি। ২০২৪ যে এত বড় শিক্ষা দেবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এই গল্পটির মাধ্যমে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারবেন বলেই তিনি এই পোস্ট করছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাকিবের বরবাদের শুটিং শুরু করলেন কলকাতার রিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735631373-1170e14d8721e47e0090fb20ad6b0121.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাকিবের বরবাদের শুটিং শুরু করলেন কলকাতার রিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463341" target="_blank"> </a></div> </div> <p>নিজের স্টোরিতে গ্যাডট লেখেন, ‘ফেব্রুয়ারিতে অর্থাৎ গর্ভাবস্থার অষ্টম মাসে হঠাৎ করেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে অসহ্য মাথা যন্ত্রণা সহ্য করেছিলাম। তারপর আর বিছানা থেকে উঠতে পারিনি। অবশেষে এমআরআই করে পুরো বিষয়টি জানতে পারি। এক মুহূর্তে আমার পরিবার এবং আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। শুধু চেয়েছিলাম কীভাবে নিজেকে শক্ত রাখবো এবং বাঁচিয়ে রাখবো।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735627143-5c0458814e34137eb63ccbf40002fac9.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুয়ার প্রচারণায় তোপের মুখে, যা বললেন জান্নাতুল পিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463329" target="_blank"> </a></div> </div> <p>গ্যাডট আরও লেখেন, ‘এই কয়টা মাস আমি অনেক কিছু শিখেছি। রিপোর্ট হাতে পাওয়ার পরেই আমি অনিশ্চয়তা এবং ভয়ের মধ্যেও ঠিক করি যে অস্ত্রপ্রচার করতে হবে। আমার মেয়ের (অরির) জন্ম দিই আমি। অরি অর্থাৎ আলো, সে আমার জীবনে আলো হয়ে এসেছিল।’</p> <p>শরীরের যত্ন সবার আগে নেওয়া উচিত জানিয়ে গ্যাডট লেখেন, ‘এই যাত্রা আমাকে অনেক কিছু শিখিয়েছে। শরীরের যত্ন যে সবার আগে নেওয়া উচিত, তা শিখেছি আমি। শরীরে সামান্য ব্যথা বা অস্বস্তিও কিন্তু পরবর্তীকালে বিরাট আকার ধারণ করতে পারে। আমি শিখেছি, ৩০ বছরের বেশি গর্ভবতী নারীদের মধ্যে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও এটি নিরাময়যোগ্য, তবে সময়মতো শনাক্ত করতে পারলে। আমি এই গল্পটি ভয় দেখানোর জন্য নয় বরং সচেতনতা বাড়ানোর জন্য শেয়ার করলাম।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গল্পে মুগ্ধ করলেও লাভের মুখ দেখেনি মালয়ালাম ইন্ডাস্ট্রি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735625034-f8995d8f8dad0618b6344a8432df9dc7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গল্পে মুগ্ধ করলেও লাভের মুখ দেখেনি মালয়ালাম ইন্ডাস্ট্রি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/31/1463324" target="_blank"> </a></div> </div> <p>২০০৮ সালে জারন ভারসানোকে বিয়ে করেন গাল। অরি ছাড়াও আরও তিনটি সন্তান রয়েছে অভিনেত্রীর যাদের নাম আলমা, মায়া এবং ড্যানিয়েল। </p> <p>গ্যাল গ্যাডট ‘ওয়ান্ডার ওম্যান’-এর ভূমিকায় ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ (২০১৬), ‘ওয়ান্ডার ওম্যান’ (২০১৭) এবং ‘জাস্টিস লিগ’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স-এর স্পাই অ্যাকশন থ্রিলার ‘হার্ট অফ স্টোন’ সিনেমায় র‍্যাচেল স্টোন চরিত্রে।</p>