<p>সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বক্তব্যটি ‘অফ রেকর্ড’ বলে দাবি করা হয়েছে। ‘অফ রেকর্ড’ এসব কথা ভাইরাল করায় শুরু হয়েছে সমালোচনা।</p> <p>এবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় এক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে বলে মন্তব্য করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735556344-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলাপুর স্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/30/1463049" target="_blank"> </a></div> </div> <p>ওই স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে।</p> <p>তিনি সাংবাদিকদের উদ্দেশে আরো বলেন, ক্লিকবেইট এবং হেনস্তার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক।</p>