<p>এ সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক নাটকে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন দুজন। এ জুটির শতাধিকের বেশি নাটক প্রচার হয়েছে। বছরের শেষ প্রান্তে এসেও আবার ছোটপর্দার জুটি হয়ে দেখা দিলেন তারা। এ জুটিকে নিয়ে ‘শান্তি নাই’ নামে নাটকটি নির্মাণ করেছেন মহিন খান। একই সঙ্গে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।</p> <p>নাটকের কাহিনি গড়ে উঠেছে সবুজ ও শান্তি নামের দুই তরুণ-তরুণীকে ঘিরে, যারা প্রেম করতে গিয়ে জীবন থেকে সব সুখ-শান্তি হারিয়ে ফেলেছে। তাই কীভাবে জীবনকে সুখের করে তোলা যায়, তা নিয়ে ভাবনা শুরু করে। শেষমেশ শান্তির পরামর্শে সবুজ তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভাবে, বিয়ে করলেই জীবনটা সাজানো-গোছানো ও সুন্দর হয়ে উঠবে। কিন্তু বিয়ের প্রস্তুতি নেওয়ার পর থেকেই জন্ম নিতে থাকে নতুন সব ঘটনার। এমনই কাহিনি নিয়ে নির্মিত ‘শান্তি নাই’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রয়াত হলেন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া হাসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735446907-0653e6ebe86f9800c45cfeb7079271e3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রয়াত হলেন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অভিনেত্রী অলিভিয়া হাসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/29/1462581" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মারামারি করাটা তো আমাদের কাজ নয়’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735447550-43050113ce09d475477e336f4743ed68.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মারামারি করাটা তো আমাদের কাজ নয়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/29/1462583" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে, পাঠানো হলো লিগ্যাল নোটিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735379618-d40305cfe68fc9fc0577c3ecc5710d6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে, পাঠানো হলো লিগ্যাল নোটিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/28/1462297" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>শুক্রবার অভিনেতা নিলয় আলমগীরের নাফ এন্টারটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অভিনেতা নিলয় আলমগীরের কথায়, ‘দর্শককে নির্মল বিনোদন দিতেই আবারও হাসির গল্প বেছে নেওয়া। বছরের শেষ প্রান্তে এসেও হিমির সঙ্গে জুটি বাঁধার কারণও একটাই, দর্শকের প্রত্যাশা পূরণ করা। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, দিন শেষে তাই তাদের ভালো লাগা-মন্দ লাগার দিকে নজর দিয়েছি। আশা করি, আমাদের এই নাটকও অনেকের ভালো লাগবে।’</p> <p>নিলয়ের পাশাপাশি অভিনেত্রী হিমিও নাটকটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, নরেশ ভূঁইয়া, ফাইয়াজ আহমেদ ববি, সেলজুক তারিক, রিমু রোজা খন্দকার, সীমান্ত আহমেদ, নওরীন নাহার প্রমুখ।</p>