নাটক-চলচ্চিত্র-ওটিটি

তিন ভুবনের ফারিন

  • চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক। এখন ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দায়। এই ঈদেও আসবে ছয়টি নাটক। ফারিন খানের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
তিন ভুবনের ফারিন
ফারিন খান, ছবি : সংগৃহীত

আমি যেহেতু সিনেমা দিয়েই শুরু করেছিলাম, তাই মূল লক্ষ্য সেখানেই। ধরে রাখুন, এই বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ খবরটা পেয়ে যাবেন

 

ঈদে কতগুলো নাটকে অভিনয় করলেন?

৪টা নাটকে কাজ করেছি। এর মধ্যে মুশফিক আর ফারহান ভাইয়ের সঙ্গে আবদার ও নাম ঠিক না হওয়া একটি নাটক। ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে আজানফায়ার ফাইটার

ফারহান ভাইয়ের সঙ্গে করা নাটক দুটির পরিচালক রুবেল আনুশ, ইরফান সাজ্জাদ ভাইয়ের নাটক দুটির পরিচালক পুলক অনিল ও জুবায়ের ইবনে বকর। সোহেল মণ্ডল ও শাশ্বত দত্তের সঙ্গেও একটি করে নাটক আসতে পারে ঈদে।

 

নাটকগুলোর গল্প এবং আপনার চরিত্র কেমন?

আজান একদম ভিন্ন ঘরানার গল্পের নাটক। আগে কখনো এমন চরিত্রে অভিনয় করিনি।

একজন নারীর পুরো জীবন পরিক্রমা তুলে ধরেছেন পরিচালক। সাধারণ মেয়ে, তার বিয়ে-পরবর্তী জীবন, প্রেগন্যান্সি পিরিয়ড এবং অভাব-অনটনের জীবন ফুটে উঠেছে গল্পে। চিত্রনাট্য যত এগোয় আমার চরিত্রটি তত বাঁক নেয়। অন্যদিকে ফায়ার ফাইটার আমাদের ফায়ার সার্ভিসের গল্পের নাটক।
একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এটি। ইরফান সাজ্জাদ ভাই ফায়ার সার্ভিসে কাজ করেন, আমি তাঁর প্রেমিকা। যেদিন আমাদের বিয়ে সেদিনই ঘটে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আমাদের জীবন তছনছ করে দেয়। মুশফিক ফারহান ভাইয়ের সঙ্গে করেছি আবদার, এ নাটকটিও দারুণ। দুটি পরিবারের সুখ-দুঃখ নিয়ে গল্প।
নাম চূড়ান্ত না হওয়া নাটকটির গল্প রোমান্টিক। এর আগেও ফারহান ভাইয়ের সঙ্গে এমন রোমান্টিক নাটকে দর্শক আমাকে দেখেছেন।

 

সহ-অভিনেতা হিসেবে ইরফান সাজ্জাদ ও মুশফিক আর ফারহান কে কেমন?

ফারহান ভাইয়ের সঙ্গে এর মধ্যে ১০টি নাটক করেছি। আজকের ফারিন মানে অভিনয়ে আমার পরিপক্ব হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর। সেটে ফারহান ভাই সব সময় আমাকে হাতে ধরে শেখান, চরিত্রে মনোনিবেশ করতে তিনি দারুণ সহযোগিতা করেন। বলতে পারেন ইন্ডাস্ট্রিতে তিনি আমার অভিভাবক। তাঁকে কিন্তু চরম ভয়ও পাই। একেবারে আপন বড় ভাইয়ের মতো। অন্যদিকে ইরফান সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। আগে তাঁর সঙ্গে দেখা হয়েছে, গল্প হয়েছে তবে ক্যামেরার সামনে এবারই প্রথম দাঁড়ালাম। যখন আজান নাটকের প্রস্তাব পেলাম এবং শুনলাম ইরফান ভাই কো-আর্টিস্ট তখন প্রথম যে কথাটি মনে হলো, হায়রে! এত সুন্দর মানুষের সঙ্গে পর্দায় আসব, আমার সৌন্দর্য তো ঢাকা পড়ে যাবে [হা হা হা]! শুটিংয়ের আগে আমরা চার-পাঁচ দিন বসেছিলাম প্রি-প্রোডাকশনের কাজে। ধীরে ধীরে তাঁকে বেশি করে বুঝতে শুরু করলাম। এরপর শুটিংয়ে তো সংকোচ কেটে গেল। ইরফান ভাইও সহশিল্পী হিসেবে দশে দশ পাবেন।

 

ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল প্রথম প্রেমের গল্প। কতটা সাড়া পেয়েছেন?

এর মধ্যে মিলিয়ন ভিউ পার করেছে। অলমোস্ট ১৫ লাখের কাছাকাছি। দর্শকের কাছে কৃতজ্ঞ, তারা আমার প্রতিটি নাটকই মিলিয়ন ভিউয়ের ঘরে পৌঁছে দিচ্ছেন। প্রথম প্রেমের গল্প নির্মিত হয়েছে নাইনটিজের গল্পে। দর্শক বেশ পছন্দ করেছে নাটকটি। মন্তব্যের ঘরে দারুণ দারুণ সব কথা। আমাকে অনুপ্রাণিত করেছে।

 

কাজল আরেফিন অমির সঙ্গে আর কোনো কাজ করছেন?

অমি ভাই এখন তো খুব সময় নিয়ে কাজ করছেন। মাঝখানে শুধু হাউ সুইট করলেন। আমাকে এখানে একটা ক্যামিও চরিত্রে ডেকেছিলেন। শেষ পর্যন্ত যদিও হয়নি। ভাইয়ের পরের প্রজেক্টে হয়তো ডাক পাব। তিনিও তো আমার পরিবারের মানুষ। নাটকে তিনিই আমাকে এনেছেন।

 

আগেরবার বলেছিলেন, শিগগিরই একটা ধামাকা খবর দেবেন। সেটা কতদূর?

গতকালও নির্মাতার সঙ্গে মিটিং করেছি। আসলে ধামাকাটা সিনেমা নিয়ে। আমি যেহেতু সিনেমা দিয়েই শুরু করেছিলাম, তাই মূল লক্ষ্য সেখানেই। ধরে রাখুন, এই বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ খবরটা পেয়ে যাবেন।

 

ওটিটিতে নতুন কাজ কবে আসবে?

গত বছর বিলাইত্রিভুজ করে দারুণ সাড়া পেয়েছিলাম। এখনো সেই রেশ চলছে। মার্চের শেষের দিকে নেপাল থেকে বিলাইয়ের জন্য আরেকটি পুরস্কার হাতে আসবে। এর মধ্যে দীপ্ত প্লের একটি কাজ চূড়ান্ত হয়েছে। হয়তো ঈদের পরে শুটিং হবে। চরকির জন্য মাঝখানে অডিশন দিয়েছি। আশা করছি, শিগগির ডাক পাব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

এক নাটকে মেহজাবীনের ঈদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এক নাটকে মেহজাবীনের ঈদ

শোবিজের অন্যতম বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। এই ঈদের জন্য আলাদা করে কোনো কাজ করেননি অভিনেত্রী। তবে ঈদে তাঁকে পাওয়া যাবে বেস্ট ফ্রেন্ড ২.০ নাটকে।

প্রবীর রায় চৌধুরীর এ নাটক মূলত ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল। তবে মুক্তি পিছিয়ে ঈদে স্থানান্তর করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। নাটকটিতে মেহজাবীনের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। এটি বেস্ট ফ্রেন্ড সিরিজের চতুর্থ কিস্তি।
প্রথমটি এসেছিল ২০১৮ সালে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

স্কাই ফোর্স

শেয়ার
স্কাই ফোর্স
‘স্কাই ফোর্স’ ছবির দৃশ্য

১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে এয়ার স্ট্রাই করে ভারতীয় বিমানবাহিনী। সেই ঘটনা নিয়ে নির্মিত স্কাই ফোর্স মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অ্যাকশন-থ্রিলারটি।

অভিনয়ে অক্সয় কুমার, সারা আলী খান, নিমরত কৌর, বীর পাহারিয়া প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তবুও ভালোবাসি

শেয়ার
তবুও ভালোবাসি
‘তবুও ভালোবাসি’ ছবিতে বাপ্পী ও মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী, মাহিয়া মাহি, দিতি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।

পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। এর আগে বন্ধুর বিয়ের দাওয়াতে যায় গাজীপুর। সেখানে পরিচয় হয় চঞ্চল মেয়ে সুনয়নার সঙ্গে। সুনয়নার প্রেমে পড়ে সংগ্রাম; কিন্তু তার বাবার ভয়ে বলতে পারে না।
সুনয়নার বাবা অসুস্থ হয়। তাকে চিকিৎসা করাতে হরতালের মধ্যেও ছুটে যায় সংগ্রাম। বিরোধে জড়িয়ে পড়ে সন্ত্রাসী লালের সঙ্গে।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘পরকাল’ ধারাবাহিকের দৃশ্য

পরকাল

রমজানের বিশেষ ধারাবাহিক নাটক পরকাল। চাঁদরাত পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ প্রমুখ।

 

দ্য বলকানস

বিবিসি নিউজে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে দ্য বলকানস। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার একটি দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে বিবিস টিম। যেটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখানকার মানুষ ছুটছে ইউরোপের অন্যান্য দেশে।

ক্রোয়েশিয়ার এ জনশূন্য অঞ্চল নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ