<p>অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান স্যাম কনস্টাসকে দিয়ে আলোচনায় আসেন তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই বাংলাদেশিও একজন ওপেনিং ব্যাটসম্যান, এবং লেগ স্পিনেও পারদর্শী। এমন একজন ক্রিকেটারের খোঁজ বাংলাদেশ বহুদিন ধরে করছিল। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরাসিংহে তাহমিদের সম্ভাবনা দেখে তাকে বাংলাদেশে আসার পরামর্শ দেন। তখন বাংলাদেশের নেটে লেগ স্পিন করেছিলেন তাহমিদ, যা দিয়ে হাথুরুসিংহের নজরে আসে।  </p> <p>২০১৭ সালে বাংলাদেশে এসে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে চুক্তিবদ্ধ হন তাহমিদ। যদিও সে বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্লাবটির একটি ভিডিওতে তাকে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। প্রাইম ব্যাংকের হয়ে খেলা না হলেও যোগাযোগটা এখনো আছে।</p> <p>গতকাল বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের সঙ্গে জুম মিটিংয়ে তাহমিদ বলেন, ‘২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের নেটে বোলিং করেছিলাম, অন্য দলেও করেছি। আমি মূলত ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, সঙ্গে লেগ স্পিনও করতাম। সে (হাথুরা) খুব ভালো ছিল। সে বলেছিল “তোমার বাংলাদেশে আসা উচিত, কিছু জিনিস শিখতে বলেছিলেন।”’</p> <p>বাংলাদেশে খেলা না হলেও অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান তাহমিদ, ‘এটা আমার জন্য ভালো ছিল। আমার মনে হয় আমি স্পিন বোলিং খেলা ও গরমের সঙ্গে মানিয়ে অনুশীলন করা শিখেছি। অসম্ভব গরম ছিল তখন। এটা দারুণ অভিজ্ঞতা ছিল।’</p> <p>তাহমিদ এখন একজন কোচ। ২৯ বছর বয়সী এই কোচ জানান, ব্যক্তিগতভাবে প্রস্তাব পেলে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তার মতে, ‘ভিন্ন দেশে, ভিন্ন পিচে কাজ করলে অনেক কিছু শেখা যায়। প্রাইভেট কোচিংয়ের প্রস্তাব পেলে সেটা আমার জন্য শেখার বড় সুযোগ হবে।”  </p>