<p>ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এলায়েন্সের (ডুফা) নবনির্বাচিত ইসির শপথ গ্রহণ অনুষ্ঠান সন্ধ্যায় (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফ্‌ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।</p> <p>ইতিপূর্বে গত ২২-২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২ দিনব্যাপী অনলাইন ভোটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর- মোহাম্মদ মাহবুব কায়সার সংগঠনটির সভাপতি, ওয়ান ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের এস এ ভি পি- মোঃ দেলওয়ার হোসেন মিরাজ মিঠু জেনারেল সেক্রেটারি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর -মোহাম্মাদ আশরাফুল হাছান আদনান, এফ সি এ ট্রেজারার নির্বাচিত হন। এছাড়াও সম্মানিত সদস্যদের ভোটে ১৪ জন সদস্য প্রতিনিধি এবং ১২ জন বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হন।</p> <p>১৪ জন সদস্য প্রতিনিধিগণ হলেন- শিবলী নোমান, মো. আবদুল্যাহ আল মামুন, মো. মাজহারুল হক, মো. হামিদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, খান মেজবাউল আলম টুটুল, মো. মিজানুর রহমান, সৈয়দা মাহমুদা ইফফাত স্বর্ণা, আনওয়ারুল আলম সোহেল, সিমুন সুলতানা এলিন, কামরুল হাসান, মো. সাইদুর রহমান, ফারহানা নাহার রত্না, মো. হাসানুজ্জামান পাটওয়ারী।</p> <p>এছাড়াও ১৯৯৫-৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪২ টি বিভাগের মধ্যে থেকে ১২ টি বিভাগ থেকে নির্বাচিত বিভাগীয় প্রতিনিধিগণ উক্ত অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তারা হলেন- আশরাফ আলী (অ্যাকাউন্টিং), শহীদুল ইসলাম (অ্যারাবিক), নাহিদ নওশাদ মুকুল (অর্থনীতি), মোহাম্মদ রকিব উদ্দিন আহমেদ (ফিন্যান্স), মোহাম্মাদ মনিরুজ্জামান (ভূগোল ও পরিবেশ), শাগুফতা নেওয়াজ (ইতিহাস), মো. সাজ্জাদ হোসেন সরকার (ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি), মো. শফিউর রহমান (ব্যবস্থাপনা), মো. জাহিদুল ইসলাম খান (মার্কেটিং), বাবলু কুমার দাস (পালি ও সংস্কৃত), মো. হাফিজুর রহমান হাফিজ (রাষ্ট্র বিজ্ঞান) এবং আসমা হোসেন লুনা (প্রাণিবিদ্যা বিভাগ বিভাগ)।</p> <p>উল্লেখ্য, ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক ব্যাচভিত্তিক বৃহৎ এলামনাই সংগঠন যার ইউরোপ, অ্যামেরিকা, অস্ট্রেলিয়াসহ সারাবিশ্বে রয়েছে কর্মবিস্তৃতি। এর সদর দপ্তর ডুফা সেন্টার নামে বনানী, ঢাকায় অবস্থিত।</p> <p>২০১৬ সালে জন্ম নেওয়া ডুফা একটি সামাজিক সংগঠন যার সদস্য সংখ্যা প্রায় ২০০০। সংগঠনটি নিজস্ব জীবিত ও প্রয়াত বন্ধুদের পরিবারের কল্যাণের পাশাপাশি ইতোমধ্যে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে দেশের জনগণের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ।</p>