<p>ফরিদপুরের মধুখালীতে একটি সিসা কারখানায় ভ্যাকুয়াম ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার কামালদিয়া ইউনিয়নের পরিক্ষীতপুর এলাকায় আলতু খান জুটমিলে অবস্থিত পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় এ ঘটনা ঘটে।</p> <p>আহতরা হলেন মধুখালী পৌরসভার বনমালীদিয়া গ্রামের শুকুর আলী সর্দারের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫), কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের সাত্তার শেখের ছেলে বিপ্লব শেখ (৩৪) ও বোয়ালিয়া গ্রামের রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩)। তাদের ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735825749-648bd05c561c0bbd1351e05d48f5d37f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় আ. লীগ নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464174" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আলতু খান জুটমিলের মধ্যে অবস্থিত পান্না গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় একটি বিস্ফোরণ ঘটনা ঘটে। ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়া করণের সময় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। </p> <p>মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাকিবুল হাসান বলেন, ‘আলতু খান জুটমিলটি আমাদের কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত। একটি বিস্ফোরণের বিকট শব্দ আমরা শুনতে পেরেছি। তবে বিষয়টি আমাদের কেউ জানায়নি। যার ফলে ঘটনাস্থলে যাওয়া হয়নি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735826125-f560142f5ab58efabc7311154d4f806c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কলেজছাত্র তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464176" target="_blank"> </a></div> </div> <p>ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক আকাশ হোসেন জানান, বিকেল ৪টার পরে সিসা কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের শরীরে ৬৫-৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। </p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়া করণের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কি কারণে রোটারি ড্রাম বিস্ফোরণ হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলা : দুজন আটক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735586534-2a43437d8672a93dd390a27325dc27be.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলা : দুজন আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/31/1463234" target="_blank"> </a></div> </div> <p>মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল বলেন, ‘বিস্ফোরণের ঘটনাটি কেউ জানায়নি বা এ বিষয়ে কেউ কিছু বলেনি। বিষয়টি আমি কেবল জানতে পারলাম। কী ঘটেছে তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।’</p>