<p style="text-align:justify">ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঙ্গে তোলা মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপনের কয়েকটি ছবি দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব পদে নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ আব্দুর রহিমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। মূলত তাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদানের পর থেকেই এই ছবিগুলো ফেসবুকে শেয়ার হতে থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735822781-9d246e40f6d0853dd4f414f4e9c71ba6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুক্তিযোদ্ধার জমি দখলে নিলেন যুবদল নেতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464160" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ব্যাপারে মোহাম্মদ আব্দুর রহিম রিপনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মিটিংয়ে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।</p>