<p>দুই সতীর্থের পথ অনুসরণ করলেন রোমান সানা-দিয়া সিদ্দিকী। বাংলাদেশের আর্চারি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই দম্পতি। তাদের আগে চলে গেছেন দুই আর্চার অসীম কুমার ও আব্দুল হাকিম রুবেল।</p> <p>বাংলাদেশের জনপ্রিয় দুই খেলা ক্রিকেট-ফুটবলবাদে অন্য খেলায় দেশের প্রেক্ষাপট অনুযায়ী সে রকম অর্থের ঝনঝনানি নেই। আর্থিকভাবে টানাপড়েনের সঙ্গে সামাজিক মর্যাদারও অভাব। তাই হতাশ হয়েই বিশ্বের অন্য প্রান্তে ঠিকানা গড়তে পাড়ি জমান বাংলাদেশের ক্রীড়াবিদরা। শুধু আর্চারি থেকেই অবশ্য নয়, অন্য ক্রীড়াঙ্গন থেকেও যাচ্ছে।</p> <p>দেশসেরা রোমান-দিয়া আর্চারি দম্পতির যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তাদের ঘনিষ্ঠজন ও আর্চারির সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশ্য তারা ঘুরতে নাকি স্থায়ীভাবে চলেন গেছে সেই বিষয়টি নিশ্চিত করেননি কেউই। তবে গুঞ্জন শোনা যাচ্ছে তারা স্থায়ী ঠিকানা গড়তেই গেছেন। এর আগে আর্থিক বিষয় নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন বাংলাদেশ আনসারের চাকরি করা রোমান। পরে ফেডারেশনের সঙ্গে মনোমালিন্য হলে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। পরে অবসর ভেঙে ফেরার চিঠি ফেডারেশনকে দিলেও দলে ফেরা হয়নি।</p> <p>বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া আর্চার রোমান। করোনার কারণে ২০২০ সালের বদলে ২০২১ টোকিও অলিম্পিকে খেলা রোমান বাংলাদেশকে প্রথম কোনো বৈশ্বিক পদক এনে দেন। ২০১৯ সালে বিশ্ব আর্চারিতে ব্রোঞ্জ পদক জিতে। অন্যদিকে ২০২১ বিশ্বকাপ আর্চারিতে দিয়াকে সঙ্গী করে রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছিলেন রোমান।</p>