<p>গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।</p> <p>তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734667821-f5910a90e6d56dc77f6548821c1ef872.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459421" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধি-নিষেধ জারি করা হয়েছিল।</p>