<p style="text-align:justify">বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি দিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।</p> <p style="text-align:justify">২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার।</p> <p style="text-align:justify">ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লেখেন, তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)। ছবিতে দেখা যায়, এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চার হাত এক করছেন তারা।</p> <p style="text-align:justify">বিয়ের জন্য দুজনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না। অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান ও আশনা।</p> <p style="text-align:justify">জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।</p>