<p style="text-align:justify">পোষ্য কোটা বাতিলের আন্দোলন কর্মসূচির মধ্যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমিটি ঘোষণার পর বিএনপি নেতার একাধিক ছবি ঘুরছে ফেসবুকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735823138-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমিটি ঘোষণার পর বিএনপি নেতার একাধিক ছবি ঘুরছে ফেসবুকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464163" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা করেছিলাম। আজ সালাহউদ্দিন আম্মার পোষ্য কোটা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে এসেছে। যেটা তিনি নিজেই স্বীকার করেছেন। এ জন্য আমাদের সিদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’</p> <p style="text-align:justify">প্রথমবর্ষের শিক্ষার্থী যারা আইডি কার্ড পাননি তাদের বিষয়ে প্রক্টর বলেন, ‘বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা তাদের ভর্তির সময়কার কোনো কাগজ সাথে রাখতে পারে বা ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।’</p>