<p>বাংলাদেশ থেকে অবৈধ পথে যারা ভারতে অনুপ্রবেশ করছে, তাদের একটা বড় অংশ গার্মেন্টস শিল্প-শ্রমিক বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বাংলাদেশে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় অনুপ্রবেশ বেড়েছে বলেও জানান তিনি।</p> <p>বুধবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বশর্মা এ কথা বলেন বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। </p> <p>হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশে অস্থিরতা শুরু হতেই অর্থনীতি ভেঙে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারাই সেখানকার সংখ্যালঘুদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছে। পোশাকশিল্পেও বেশির ভাগ শ্রমিকই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ। তাই ভারতে অনুপ্রবেশ বেড়েছে এবং এদের বেশির ভাগই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যাদের আমরা ভারতে সংখ্যালঘু বলি।’</p> <p>তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক পোশাক কারখানার মালিক বেআইনিভাবে সস্তা শ্রম আমদানি করার জন্য এদের ভালো পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করছে।’</p> <p>হিমন্ত বিশ্বশর্মা আরো বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুরা ‘ব্যাপক নির্যাতন সহ্য করলেও’ ভারতে আসার চেষ্টা করছেন না। কারণ ‘তারা দেশপ্রেমিক’। গত পাঁচ মাসে অন্তত আসামে আমরা একজনও বাংলাদেশি হিন্দুকে আসতে দেখিনি। আমাদেরও উচিত নয় যে তাদের ভারতে আসতে উৎসাহ দেওয়া।”</p> <p><em>সূত্র : বিবিসি বাংলা</em></p>