<p>নিজেদের প্রথম ম্যাচে দুই শ ছুঁই ছুঁই স্কোর তাড়া করে জয় পেয়েছিল ফরচুন বরিশাল। তবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে অল্পতেই অলআউট হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক জয় পেতে রংপুরকে করতে হবে ১২৫ রান।</p> <p>প্রতিপক্ষকে অল্পতে অলআউট করতে দারুণ বোলিং করেছেন রংপুরের বোলাররা। পাকিস্তানের স্পিনার খুশদিল শাহর ৩ উইকেটের বিপরীতে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও ইফতিখার আহমেদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রংপুরের তিনে তিন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735832697-a85ac293121a73df2347b3940a9ef262.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রংপুরের তিনে তিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464198" target="_blank"> </a></div> </div> <p>টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটাও খুব একটা ভালোই হয়নি বরিশালের। তবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে বরিশালের অধিনায়ককে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯)। ফলে দলীয় ২৫ রানেই জুটি যায় ভেঙে।</p> <p>সেই ধাক্কা কিছুটা সামাল দেওয়ার পর আবার ২ রানের ব্যবধানে ফিরে যান তাওহিদ হৃদয় ও তামিম ইকবালও। হৃদয়ের ৪ রানে বিপরীতে ৫ চার ও ১ ছক্কায় ২৮ রানে ড্রেসিংরুমে ফেরেন তামিম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় দলটির স্কোর দাঁড়ায় ৯৮ রানে ৮ উইকেট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এমন কুর্নিশই প্রাপ্য তাসকিনের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735820056-eebc09c5b434ed0f601403f6dd9dfefb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এমন কুর্নিশই প্রাপ্য তাসকিনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/02/1464149" target="_blank"> </a></div> </div> <p>শঙ্কা জাগে ১২০ রান করতে পারবে তো বরিশাল। শেষে সেই শঙ্কা উড়িয়ে দলকে ১২৪ রানের স্কোর এনে দেন মোহাম্মদ নবী। ২ চার ও ১ ছক্কায় রান আউট হওয়ার আগে ২১ রানের ইনিংস খেলেন আফগানিস্তানের ব্যাটার।</p>