<p style="text-align:justify">রাজনৈতিক প্রক্রিয়ায় সন্দেহ বা বিভাজন সৃষ্টি হলে জুলাই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।</p> <p style="text-align:justify">আজ শনিবার দুপুরে এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই গণসংলাপ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা-চৈতন্য তা ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন।’</p> <p style="text-align:justify">জোনায়েদ সাকি বলেন, ‘এমন কোনো ধারণা যাতে তৈরি না হয়, এমন কোনো অবস্থা যাতে তৈরি না হয়, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হলে, বিভাজন সৃষ্টি হলে আমাদের এই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে।’</p> <p style="text-align:justify">সাকি বলেন, ‘রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে ঐক্য ধরে রাখা, আস্থা ধরে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ কাজের একটি। বিরাজনৈতিকীকরণ, কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার মতো ইতিহাস বাংলাদেশে আছে। বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এই সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে। কাজেই এ দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে, এই আস্থা তৈরি করতে হবে যে, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে, সবার ঐকমত্যের ভিত্তিতে ন্যূনতম জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে আগামীর রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে। সে্‌ই জায়গা আমরা সবাই মিলে করতে চাই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা গণসংহতি আন্দোলন, আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চ। আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করতে চাই। যাতে করে এই রাজনৈতিক রূপান্তর জনগনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, নতুন করে গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। নতুন গণতান্ত্রিক শক্তি যদি গড়ে না ওঠে এই নতুন গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা ও চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে আমরা সফল নাও হতে পারি। বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলুন।’</p> <p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সাকি বলেন, ‘আপনারা দায়িত্ব নিয়েছেন, একটা ভঙ্গুর রাষ্ট্র, পুনর্গঠন করার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের সংকট, নানা ধরনের প্রতিবন্ধকতা বুঝি। আমরা আপনাদের সমর্থন করি, আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘কিন্তু দিনের পর দিন একই সমস্যা বহাল থাকলে জনগণ আর গ্রহণ করবে না। জুলাই বিপ্লবের আহতরা যদি রাস্তায় নেমে চিকিৎসা দাবি করে, সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার হওয়া উচিত, বিব্রতকর হওয়া উচিত।’</p> <p style="text-align:justify">জোনায়েদ সাকি বলেন, ‘আমরা অভ্যুত্থানের আহত সমস্ত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাই। শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।’</p> <p style="text-align:justify">সাকি বলেন, ‘মানুষ দ্রব্যমূল্যে নাকাল। এই ঊর্ধ্বগতি থামাতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নানা দিক থেকে অবনতি হচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এখনো বাংলাদেশ-ভারত সীমান্তে আমাদের নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা পরিষ্কার জবাবদিহিতা চাই। সরকারের দিক থেকে উদ্যোগ চাই যে, এ সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে সমস্ত চুক্তি, সমস্ত সম্পর্কে যেন নবায়ন করা হয়।’</p>