<p>নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে মুকুল (৪৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল জোগারদিয়া চকে স্থানীয় এক সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কিছু লোকজন টের পেয়ে আশপাশ থেকে ৪০০-৫০০ স্থানীয় লোকজন বের ডাকাত দলকে ঘেরাও করে। ৭-৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে সেখানে বিক্ষুব্ধ জনতা মুকুলকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মুকুল মারা যান। </p> <p>তারা আরো জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।</p> <p>আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্ত জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে।</p>