<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন ধরেই ভারতের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ছত্তিশগড়ের চার জেলায় মাওবাদী দমন অভিযান চালাচ্ছে। অভিযান চালানোর সময় দন্তোওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে গত শনিবার রাত থেকে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় চলে নিরাপত্তা বাহিনীর। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে চার মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন একজন পুলিশকর্মীও। গত ৩ জানুয়ারি থেকে মাওবাদী দমন অভিযানে নেমেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথ বাহিনী। নারায়ণপুর, দন্তোওয়াড়া, জগদলপুর ও কোণ্ডাগাঁও জেলায় এই অভিযান চলছে। বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি জানান, গোপন সূত্রে তাঁরা খবর পান অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীরা জমায়েত হয়েছেন। সেই খবর পেয়েই ওই এলাকায় যায় যৌথ বাহিনী। জঙ্গল ঘিরে অভিযান শুরু করতেই মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আইজি আরো জানান, মাওবাদীদের ঘিরে ফেলে যৌথ বাহিনী। রাত থেকেই গুলিবিনিময় জোরদার হয়। তবে মাওবাদীরা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট নয়। রবিবার সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ডিআরজির হেড কনস্টেবল সন্নু কারমের।                  সূত্র : আনন্দবাজার</span></span></span></span></span></p>