<p>সাব্বির রহমানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর দল ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এজন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাব্বিরকে। আজ সিলেটে দলীয় অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে মাহমুদ নিজেই এ কথা জানান।</p> <p>মাহমুদ বলেন, 'সাব্বিরকে আমরা খেলাতে পারিনি কারণ দলীয় সমন্বয় আর অন্য একটি ইস্যু আছে।'</p> <p>ঢাকার প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া সাব্বির এরপর একদিন দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। অথচ দলের কাউকে তিনি জানাননি। এই প্রসঙ্গ টেনে মাহমুদ বলেন, 'দলীয় অনুশীলনে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে সে অনুশীলনে আসেনি। এই ব্যাপারটা দলীয় শৃঙ্খলাভঙ্গ বলতে পারেন। এজন্য তৃতীয় ম্যাচে তাকে খেলানো হয়নি।'</p> <p>এরপর সাব্বিরকে ডেকে অনুশীলন না করার কারণ জানতে চান মাহমুদ। তখন প্রধান কোচের কাছে দুঃখ প্রকাশ করেন সাব্বির। মাহমুদ বলেন, 'পরে সে আমাকে বলেছে, আমি দুঃখিত। আপনি রাগ কইরেন না।'</p> <p>ঢাকার পরবর্তী ম্যাচের আগে শেষ হচ্ছে সাব্বিরের নিষেধাজ্ঞা।</p>