<p>জয় দিয়ে বিপিএল শুরু করেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে ঢাকা ক্যাপিটালকে ৪০ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে রংপুরের দিলখুশ করেছেন খুশদিল।</p> <p>মিরপুরে ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। অবশ্য দলীয় ২৬ রানের সময় তানজিদ তামিমের ক্যাচ মিস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। কামরুল ইসলামের বলে যখন ক্যাচ দিয়েছিলেন সে সময় ৯ রানে ব্যাটিং করছিলেন বাঁহাতি ওপেনার। পরে শেখ মেহেদী হাসানের বলে ৩০ রানে আউট হন তিনি।</p> <div style="text-align:center"> <figure class="image" style="display:inline-block"><img alt="33" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/শেখ.jpg" width="1000" /> <figcaption>বোলিংয়ে রংপুরকে ম্যাচের মোমেন্টাম এনে দেন শেখ মেহেদী হাসান। ছবি : কালের কণ্ঠ, মিরপুর থেকে</figcaption> </figure> </div> <p>পরে দ্রুত আরো দুই উইকেট তুলে নিয়ে রংপুরের জয়ের পথটা সহজ করে দেন ম্যাচে মোমেন্টাম এনে দেওয়া শেখ মেহেদী। তার সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন দুর্দান্ত ব্যাটিং করা খুশদিল। দুজনের স্পিন-ঘূর্ণিতে নিয়মিত উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় ঢাকার ব্যাটিং অর্ডার। শেষ দিকে দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাজমুল হাসান অপু দুটি দশোর্ধ্ব ইনিংস খেলে শুধু ব্যবধান কমান।</p> <p>সব মিলিয়ে ৯ উইকেটে ১৫১ রান করতে পারে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ২৭ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার শেখ মেহেদী। বোলিংয়ে শেখ মেহেদী সেরা হলেও ব্যাটে-বলে দলের সেরা খুশদিল। ২ উইকেটের সঙ্গে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেছেন পাকিস্তানের অলরাউন্ডার।</p> <p>এর আগে মিরপুরে বড় সংগ্রহই পায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে করেছিল ১৯১ রান। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়ে শুরুতে দলের ভিতটা গড়ে দেন সাইফ হাসান (৪০) ও ইফতিখার আহমেদ (৪৯)। আর শেষ দিকে দুইশোর্ধ্ব স্ট্রাইক রেটে ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ।</p> <p>২২৭.২৭ স্ট্রাইকরেটে ২৫ রান করেন রংপুরের অধিনায়ক সোহান। আর ২০০.স্ট্রাইক রেটে সমান ৩ চার-ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটার খুশদিল। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালের সেরা বোলার আলাউদ্দিন বাবু।</p>