<p>২০১২ সালের ৩ মে প্রতিবেশী এক নারীকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এক যুবক। পরে ওই নারী সন্তানসম্ভবা হলে মামলার পর থেকে পলাতক ছিলেন তিনি। এ অবস্থায় প্রায় ১২ বছর পর গত দুই দিন আগে বাড়িতে এসে পরিবারের সঙ্গে নির্বিঘ্নেই ছিলেন। খবর পেয়ে পুলিশ গত রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করে। পরে জানা যায় ধর্ষণ মামলা প্রমাণিত হওয়ায় তার অনুপস্থিতিতেই গত ২৫ জুলাই ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় দেন। সোমবার (৩০ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের মো. ছায়েদ আলীর ছেলে মো. এনামুল হক। প্রায় ২২ বছর বয়সে তার বিরুদ্ধে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনার পর থেকে তিনি এলাকা ছাড়েন। পরে ধর্ষণের শিকার ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে ধর্ষণের শিকার ওই নারীর ১১ বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। এর মধ্যে সাজাপ্রাপ্ত এনামুল একাধিক বিয়ে করে বলে জানা গেছে। পরে তার অনুপস্থিতিতেই ১২ বছর পর আদালত রায় দেন যাবজ্জীবনের।</p> <p>এ বিষয়ে গৌরীপুর থানার ওসি তদন্ত আব্দুল মালিক জানান, পরিবারের লোকজন তাকে জানায় অভিযুক্ত এনামুল ঘটনার পর থেকেই ঢাকায় চলে যায়। সেখান থেকে মাঝে মধ্যে গোপনে বাড়িতে আসা-যাওয়া করত। গত দুই দিন আগে ফের তিনি বাড়িতে আসার খবর পেয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে তাকে গ্রেপ্তার করা হয়।</p>