<p style="text-align:justify">নববর্ষের প্রথম দিন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বপ্রান্তের ক্ষুদ্র দেশ ফিজিতে ধর্ষণের শিকার হয়েছেন ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের দুই নারী ক্রু। পাশাপাশি তারা চুরির শিকারও হয়েছেন। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফিজি সরকার। খবর রয়টার্সের।</p> <p style="text-align:justify">প্রতিবেদনে বলা হয়, ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের ক্রু সদস্যদের পরদিন ফ্লাইট ছিল। এ কারণে তারা একটি হোটেলে রাতযাপন করেন। কিন্তু নববর্ষের প্রথম প্রহরে তাদের মধ্যে দুই নারী ধর্ষণ ও চুরির শিকার হন।</p> <p style="text-align:justify">ফিজির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জুকি ফং চিউ এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে, কিছু ভার্জিন ক্রু সদস্য নাদির নামে একটি নাইটক্লাবে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত নাইটক্লাব থেকে বের হয়ে হোটেলে ফিরে যাওয়ার সময় ক্রু সদস্যদের মধ্যে দুই নারী কথিত চুরি ও ধর্ষণের শিকার হয়েছেন।</p> <p style="text-align:justify">ফিজির উপ-প্রধানমন্ত্রী এবং পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ভিলিয়াম গাভোকা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান এবং দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্ত চলমান।</p> <p style="text-align:justify">দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ফিজি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। গত নভেম্বর মাসে এখানে ৭৭ হাজারের মতো পর্যটক ভ্রমণ করতে গিয়েছিল। এসব পর্যটকের মধ্যে বেশির ভাগই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উত্তর আমেরিকা থেকে আসা। </p> <p style="text-align:justify">অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ রয়টার্সকে জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে অবগত, তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি না।</p>