<p>কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালী পরিবারের মালিকানাধীন এক কানি জমি জবরদখলে নেওয়ার অভিযোগ উঠেছে সদ্য সাবেক যুবদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। দখলে নেওয়ার পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) ওই জমিতে ধানের চারাও রোপণ করেছেন তারা।</p> <p>এ ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নেছারা বেগম বাদী হয়ে তৌহিদের দুই বড় ভাই ছুট্টু ও বাবু এবং রুস্তম আলী চৌধুরী পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইউসুফকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।</p> <p>ভুক্তভোগীর পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়ানগর এলাকার ওই জমির দখল নেওয়া হয়। এরপর অস্ত্রসহ সাঙ্গোপাঙ্গদের পাহারায় জমিতে ধানের চারা রোপণ করেন তৌহিদুল ইসলাম ফরহাদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্কুলের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735821475-b150c29801259131fcef43158fb67bfd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্কুলের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/02/1464154" target="_blank"> </a></div> </div> <p>লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালীর পুত্র জিয়াউল করিম মো. তারেক প্রায় ২০ বছর আগে কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকায় ৪০ শতাংশ (এক কানি) জমি ক্রয় করেন। এর পর থেকে ওই জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করেন তিনি।</p> <p>মুক্তিযোদ্ধার স্ত্রী ও লক্ষ্যারচর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান নেছারা বেগম আরো অভিযোগ করেন, রুস্তম আলী চৌধুরীপাড়ার সিরাজ সওদাগরের কাছ থেকে সাফকবলা দলিল মূলে এক কানি জমি ক্রয়ের পর বিগত ২০ বছর ধরে ভোগ-দখলে ছিলেন তারা। কিন্তু দেশের পটপরিবর্তনের কারণে ওই জমি সম্প্রতি জবর-দখলে নেওয়ার চেষ্টা চালায় লক্ষ্যারচর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ ও তার সহযোগীরা। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদলবলে গিয়ে ওই জমির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ধানের চারা রোপণ করেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735555051-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন : শামা ওবায়েদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/30/1463041" target="_blank"> </a></div> </div> <p>নেছারা বেগম বলেন, বিষয়টি থানার ওসিকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। লিখিত অভিযোগটি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হলেও জবর-দখলকারীরা সেখানে সশস্ত্র পাহারা বসানোর কারণে পুলিশ সেখানে যেতে পারছেন না।</p> <p>তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত লক্ষ্যারচর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম ফরহাদ। তিনি দাবি করেন, বর্তমানে সুযোগ থাকায় তাদের জমিতে তারা ধানের চারা রোপণ করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল না : হাবিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/01/1735733935-b908081412b1b17b87f0de0869fb4535.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল না : হাবিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/01/1463799" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলে নিয়ে ধানের চারা রোপণ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’</p>