<p>আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে দলগুলো স্কোয়াড শক্তিশালী করতে দলে ভিড়িয়েছে কয়েকজন দেশি ক্রিকেটার।  </p> <p>ঢাকা ক্যাপিটালস তাদের দলে নিয়েছে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে, যিনি সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ পারফর্ম করেছেন। অন্যদিকে, দুর্বার রাজশাহী শেষ মুহূর্তে দলে নিয়েছে পেসার অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরিকে, তিনি ইতোমধ্যে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন। </p> <p>এর আগে সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডে যুক্ত করেছে স্পিনার টিপু সুলতানকে, যিনি শনিবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে রয়েছেন। </p> <p>দেড় মাসব্যাপী বিপিএলের এই আসর চলবে ৩০ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। </p>