ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

লভ্যাংশে ভাগ নেই রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
লভ্যাংশে ভাগ নেই রাজশাহীর

শেষ হওয়ার দেড় মাস পরেও আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগামী ২৪ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। সেখানে আলোচনার একটি অংশজুড়ে থাকবে বিপিএল প্রসঙ্গ। এবারের বিপিএলের টিকিট বিক্রি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছে বিসিবি।

এই লভ্যাংশের একটি অংশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেবে ক্রিকেট বোর্ড। সেই অঙ্কটা নির্ধারিত হবে সোমবারের বোর্ড সভায়। তবে এটা নিশ্চিত যে বাকি ছয় ফ্র্যাঞ্চাইজি বিসিবির থেকে লভ্যাংশের ভাগ পেলেও তা সরাসরি হাতে পাবে না টুর্নামেন্টজুড়ে তুমুল নিন্দিত ও সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।

বিপিএল শেষ হলে ফারুক জানান, এবার টিকিট বিক্রি থেকে ১২ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে বিসিবি।

এর থেকে কিছু অংশ যে প্রতিযোগী দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে, সেটিও বলেছিলেন বিসিবি সভাপতি। গত মঙ্গলবার বিপিএলের সদস্যসচিব নাজমুল আবেদীন ফাহিম এ প্রসঙ্গে বলছিলেন, এ ব্যাপারে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। কত শতাংশ পাবে, এটা এখনই বলতে পারছি না। আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নেব।

তবে বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিটি দলকে ৫০ লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা আছে বিসিবির। অবশ্য সোমবারের বোর্ড সভায় পরিচালকদের সম্মতিক্রমে সেটি আরো পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা বাড়তেও পারে। আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে এই অর্থ বুঝিয়ে দেবে ক্রিকেট বোর্ড।

বিপিএল শেষ হলেও ঢাকা ক্যাপিটালস ছাড়া প্রায় সব ফ্র্যাঞ্চাইজিরই খেলোয়াড়দের কিছু পারিশ্রমিক এখনো বকেয়া আছে বলে জানা গেছে। আলোচিত রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা সর্বোচ্চ ৭৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন।

বিদেশি খেলোয়াড়রা পেয়েছেন ২৫ থেকে ৫০ শতাংশ করে। গত ৮ মার্চ বাকি অর্থ পরিশোধের শেষ দিন থাকলেও আবার ব্যর্থ হন দলটির মালিক শফিকুর রহমান। এ জন্য বোর্ড থেকে একটি চিঠিও দেওয়া হয় তাঁকে। সেই চিঠির জবাব দিয়ে জুন পর্যন্ত সময় চেয়েছেন তিনি।

যদিও এ নিয়ে জানতে চাইলে নাজমুল বলেছেন, এটা এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে আমি নিশ্চিত নই। তবে বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন কেন লভ্যাংগের ভাগ দেওয়া হবে না রাজশাহীকে, অন্যদের মতো রাজশাহীও লভ্যাংশের একটি ভাগ পাবে। কিন্তু তাদের নগদ কোনো টাকা দেওয়া হবে না। এটা কেটে রেখে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধ করা হবে।

এদিকে চিটাগং কিংসের পারভেজ হোসেন, শরিফুল ইসলামসহ কয়েকজন খেলোয়াড় অভিযোগ করেছেন, তাঁদেরও ৫০ শতাংশ পারিশ্রমিক বাকি। তবে এ বিষয়ে খেলোয়াড়রা বিসিবিতে কোনো অভিযোগ করেননি বলে নিশ্চিত করলেন নাজমুল, না, এ বিষয়ে আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমার জানা মতে, কোনো লিখিত অভিযোগও আসেনি।

তবু চট্টগ্রামের এই আলোচিত ফ্র্যাঞ্চাইজি বিসিবির টিকিট বিক্রির লভ্যাংশের পাশাপাশি রানার্স আপের জন্য বরাদ্দ দেড় কোটি টাকাও ঈদের আগে পেয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিসিবিকে আশ্বস্ত করা হয়েছে, এই অর্থ বুঝে পেলেই খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের ঝামেলা মিটিয়ে দেবে তারা। তাদের এমন আশ্বাসে মন গলেছে বিসিবির।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টেনিস

মাদ্রিদ ওপেন

সরাসরি, বিকেল ৩টা

ইউরোস্পোর্ট

প্রাসঙ্গিক
মন্তব্য

টি-স্পোর্টস

শেয়ার
টি-স্পোর্টস

টি-স্পোর্টস টিভি ও অ্যাপ

ফুটবল

বিপিএল, পুলিশ এফসি-ওয়ান্ডারার্স

সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট

ফর্টিস-ফকিরেরপুল

সরাসরি, বিকেল ৩টা ৩০ মিনিট

ক্রিকেট

আইপিএল, চেন্নাই-হায়দরাবাদ

সরাসরি, রাত ৮টা

পিএসএল, কুয়েট্টা-করাচি কিংস

সরাসরি, রাত ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

গলফের শিরোপা মালয়েশিয়ার

শেয়ার
গলফের শিরোপা মালয়েশিয়ার

ক্রীড়া প্রতিবেদক : সাভারে চলমান বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের দলগত শিরোপা জিতেছে মালয়েশিয়া। বাংলাদেশ সি দল হয়েছে রানার্স আপ। বাংলাদেশ, মালয়েশিয়ার এই দুটি দলই অবশ্য দুই রাউন্ডে সমান ৩০১ স্ট্রোক খেলেছে। তবে স্কোর সমান হয়ে যাওয়ায় সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে এগিয়ে থাকায় শিরোপা জিতেছে মালয়েশিয়া।

ব্যক্তিগত শিরোপার লড়াইয়েও বাংলাদেশ, মালয়েশিয়ার দুই গলফার। মালয়েশিয়ার ফারেজ আজিহান এবং বাংলাদেশ দলের শাহাবউদ্দিন দুজনই যুগ্মভাবে শীর্ষে ২ ওভার পার নিয়ে। ৪ ওভার খেলে তৃতীয় স্থানে বাংলাদেশ বি দলের শফিকুল ইসলাম। গত জানুয়ারিতেই হয়ে গেছে বাংলাদেশ অ্যামেচারের এ বছরের প্রথম আসর।

সাভার গলফ ক্লাবে হচ্ছে দ্বিতীয়টি। এবার মোট তিনটি আসর হবে অ্যামেচারে। তৃতীয়টি হবে চট্টগ্রামের ভাটিয়ারিতে। সাভারে এবার বাংলাদেশ, মালয়েশিয়ার সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তান, ইরান, নেপাল ও ভুটান।

মন্তব্য

হামজাদের ম্যাচের জন্য ১৮ হাজার টিকিট

শেয়ার
হামজাদের ম্যাচের জন্য ১৮ হাজার টিকিট

ক্রীড়া প্রতিবেদক : ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ ঘিরে উন্মাদনার শেষ ছিল না। এবার ম্যাচ ঢাকায়। সংস্কারের পর নতুন করে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরেও উত্তেজনার পারদ বাড়ছে। এবার মাঠে বসে হামজাদের খেলা দেখার সুযোগ সমর্থকদের।

গতকাল বাফুফের কম্পিটিশনস কমিটির সভা শেষে জানানো হয়েছে, ১৮ হাজার শুধু গ্যালারির টিকিট বিক্রি করা হবে সাধারণ দর্শকদের জন্য। থাকবে ফ্যান জোন। ভিআইপি বক্সসহ অন্যান্য জোনের টিকিটও বিক্রি হবে, তবে কোনোটিরও মূল্য এখনো নির্ধারিত হয়নি।

কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, দর্শকদের লক্ষ্য ধরে আমরা আমাদের সব পরিকল্পনা সাজাচ্ছি।

মাঠে, মাঠের বাইরে এমন একটা অভিজ্ঞতা উপহার দিতে চাই যাতে দর্শকরা খুশি হয়ে আবার মাঠে ফিরে আসে। আমরা ফ্যান জোন করব, খেলার বাইরেও কিছু আয়োজন থাকবে। যারা মাঠে ঢুকতে পারবে না তারাও যেন একসঙ্গে বসে খেলাটা উপভোগ ও উল্লাস করতে পারে। টিকিট নিয়ে তিনি আরো বলেন, সাধারণ গ্যালারিতে ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব আমরা।
টিকিটের দাম এখনো চূড়ান্ত করিনি। খুব কম হবে না আবার বেশিও হবে না। হামজা চৌধুরীর সঙ্গে আরো কয়েকজন প্রবাসী ফুটবলারও থাকতে পারেন এ ম্যাচে। আমরা চাই তাঁদের নিয়ে আগ্রহটা ধরে রেখেই ভালো একটা শো উপহার দিতে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ