আজ রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রয়েছে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’। অনুষ্ঠানটি উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস, আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
।
আজ রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রয়েছে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’। অনুষ্ঠানটি উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস, আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
।
সম্পর্কিত খবর
শোবিজের অন্যতম বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। এই ঈদের জন্য আলাদা করে কোনো কাজ করেননি অভিনেত্রী। তবে ঈদে তাঁকে পাওয়া যাবে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে।
১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে এয়ার স্ট্রাই করে ভারতীয় বিমানবাহিনী। সেই ঘটনা নিয়ে নির্মিত ‘স্কাই ফোর্স’ মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অ্যাকশন-থ্রিলারটি।
অভিনয়ে বাপ্পী, মাহিয়া মাহি, দিতি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ৯টা, এনটিভি।
গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।
পরকাল
রমজানের বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’। চাঁদরাত পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ প্রমুখ।
দ্য বলকানস
বিবিসি নিউজে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘দ্য বলকানস’। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার একটি দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে বিবিস টিম। যেটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখানকার মানুষ ছুটছে ইউরোপের অন্যান্য দেশে।