<p>নীলফামারীর সৈয়দপুরে ভাড়া বাড়ির তালাবদ্ধ ঘর থেকে শবনম আক্তার (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকা আত্তারী বেগমের ভাড়া দেওয়া বাড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা ফারজানা বেগম বাদী হয়ে গতকাল বুধবার জামাতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।</p> <p>পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে শবনম আক্তার। তাঁর দ্বিতীয় স্বামী জাহাঙ্গীরের সঙ্গে গতকাল শহরের নয়াবাজার গোয়ালপাড়া এলাকার একটি ঘর ভাড়া নিয়ে ওঠেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শবনমের ছোট বোন ফোন করলে তার দুলাভাই জাহাঙ্গীর বলেন, ‘তোর বোনকে মেরে ফেলে রেখেছি।’ পরে জাহাঙ্গীরের দেওয়া ঠিকানায় গিয়ে শবনমের লাশ উদ্ধার করা হয়।</p> <p>গৃহবধূর মা ফারজানা বেগম জানান, জাহাঙ্গীর তাঁর মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করতেন।</p> <p>সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই গৃহবধূর হত্যার কারণ জানা যাবে। আর গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>