<p>অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি। আজ ২৬ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>গতকাল বুুুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র অনলাইনে www.ba21bookfair.com এই ওয়েবসাইটে পূরণ করা যাবে।</p> <p>পুরনো (২০২৪ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে ২৬ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানির সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ/প্রত্যয়নপত্র এবং অগ্নি-সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে।নতুন আবেদনকারীকে পৃথক আবেদন ফরমে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানির সাম্প্রতিক প্রমাণক এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমার রসিদ/প্রত্যয়নপত্র, অক্টোবর ২০২৪-এর মধ্যে প্রকাশিত ২৫ থেকে ৩০টি মানসম্মত বই একাডেমিতে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ প্রতিষ্ঠানগুলো একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে।</p> <p> </p> <p> </p>