<p>ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।</p> <p>গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় ওই এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রায় আধাঘণ্টা এই বিক্ষোভ চলে। এর আগে দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।</p> <p>বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভিযোগ করেন, ‘খারাপ একটি চক্রকে নিয়ে এই কমিটি করা হয়েছে, যেখানে ছাত্রলীগের কয়েকজন কর্মীও রয়েছে। অথচ দীর্ঘদিন যারা আন্দোলনে সক্রিয় ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, তারা পদবঞ্চিত।’</p> <p>এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘বিক্ষোভের বিষয়টি শুনেছি। ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে।’</p> <p> </p>