<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হার্টি অ্যাসোসিয়েটের টু অ্যাক্সেল কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকেলে চন্দ্রা-নবীনগর সড়কের পশ্চিম চান্দরা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে মিছিল করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, হার্টি অ্যাসোসিয়েটের কাছ থেকে ভবনসহ মেশিনপত্র ভাড়া নিয়ে তিন শতাধিক শ্রমিক দিয়ে পোশাক উৎপাদন করে আসছে টু অ্যাক্সেল নামের প্রতিষ্ঠান। নভেম্বর মাসের বকেয়া বেতন গত সোমবার পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই দিন বিকেল ৪টার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই ছুটির আগেই পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে রাত ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতেও সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় রাত ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরদিন গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিকরা একই দাবিতে কারখানার পাশে কালিয়াকৈর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ সাড়ে ১১টার দিকে কারখানায় এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিকেলের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভেতর অবস্থান নেন। কিন্তু কথামতো বিকেলেও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় বিকেল ৩টা থেকে তাঁরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের ওই স্থানের দুই পাশে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রী থেকে সাধারণ পথচারীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্প পুলিশ-২ ওসি আজাদ রহমান বলেন, চলতি মাস এবং নভেম্বর মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। এ নিয়ে তাঁরা গত সোমবার থেকে তিন দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।</span></span></span></span></span></p>