<p style="text-align:justify">ঢাকার নিউমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা কলেজের পাশেই নায়েমের গলিতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মানবতার দেয়াল’। আজ ২৫ ডিসেম্বর (বুধবার) এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।</p> <p style="text-align:justify">উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আজিজ মাহমুদ, শোভন, রিফাতসহ অন্যান্য ব্যক্তিবর্গ।</p> <p style="text-align:justify">দেয়ালের গায়ে লেখা রয়েছে দুটি বার্তা— “আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যান” এবং “আপনার যা প্রয়োজন, এখান থেকে নিয়ে যান।” এই বার্তাগুলো দেয়ালের উদ্দেশ্য ও কার্যক্রম স্পষ্ট করেছে।</p> <p style="text-align:justify">সংগঠনের সভাপতি শিহাব উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই মানবতার দেয়ালের ছবি দেখি। সেখান থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি এবং মনে করেছি, আমাদেরও এমন একটি উদ্যোগ নেওয়া উচিত। তারই প্রেক্ষিতে আজ আমরা এই দেয়াল তৈরি করেছি।</p> <p style="text-align:justify">সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর বলেন, আমাদের চারপাশে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমরা নিজেরা ছোট ছোট উদ্যোগের মাধ্যমে এগিয়ে আসতে পারি। মানবতার দেয়াল তারই একটি দৃষ্টান্ত।</p> <p style="text-align:justify">সংগঠনের সদস্য আজিজুল হক (আজিজ) বলেন, এ ধরনের মহৎ উদ্যোগে তরুণরা এগিয়ে এলে দেশের মনোবল বহুগুণে বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি, তারুণ্যই যেকোনো সংকট মোকাবিলায় প্রধান ভূমিকা রাখতে পারে। সংঘবদ্ধ তরুণদের প্রচেষ্টায় আমরা একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে পারব।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের ‘মানবতার দেয়াল’ তৈরির মতো কার্যক্রম শুধু সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র বা সাধারণ পোশাক পৌঁছে দেওয়া নয়। এটি মানবিকতা ও ভালোবাসায় ভরপুর একটি সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলার প্রতি তরুণ প্রজন্মের দায়বদ্ধতারও প্রতিফলন।</p> <p style="text-align:justify">‘মানবতার দেয়াল’ নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। এটি যেমন সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভূমিকা রাখছে, তেমনই তরুণদের মধ্যে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করছে।</p>