<p>যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার ৫০টি বিলে স্বাক্ষর করে সেগুলোকে আইনে পরিণত করেছেন। এর মধ্যে একটি আইনে টাক ইগলকে যুক্তরাষ্ট্রের সরকারি পাখি স্বীকৃতি দিয়েছেন তিনি। এ ছাড়া কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে মার্কিন আইনসভা কংগ্রেসের সদস্যরা পেনশন উত্তোলন করতে পারবেন না, এমন একটি বিলকেও আইনে পরিণত করেছেন তিনি।</p> <p>টাক ইগল যুক্তরাষ্ট্রের একটি জাতীয় প্রতীক। ১৭৮২ সাল থেকে মার্কিন নথিপত্রে এর ব্যবহার হয়ে আসছে। এমনকি দেশটির সার্বভৌমত্বের প্রতীক গ্রেট সিলে টাক ইগল বসানো ছিল। তবে গত সপ্তাহে কংগ্রেসে বিলটি আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার আগ পর্যন্ত এটিকে জাতীয় পাখি হিসেবে মনোনীত করা হয়নি। বাইডেনের স্বাক্ষরের পর এটি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল।</p> <p>এদিকে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘটিত সহিংসতা ও মৃত্যু মোকাবেলা করতে দেশের প্রথম কেন্দ্রীয় অ্যান্টি-হ্যাজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন বাইডেন। এ ছাড়া যুবসমাজের কল্যাণ ও সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে একটি বিলে স্বাক্ষর করেছেন তিনি।</p> <p>লোকবলসংকটে থাকা কেন্দ্রীয় সরকারের আদালতে নতুন ৬৬ জন বিচারক নিয়োগের আইনে চলতি মাসের শুরুর দিকে ভেটো দিয়েছিলেন বাইডেন। এ ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং নিজের ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছেন তিনি।</p> <p>আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার কথা। সূত্র : রয়টার্স, বিবিসি</p> <p> </p> <p> </p>