<p>যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করায় ডেনমার্ক সরকার তাদের আর্কটিক ভূখণ্ডটির প্রতিরক্ষা বাজেট বিপুল পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে।</p> <p>ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী টোলস লোন পওসেন গত মঙ্গলবার বলেছেন, এই প্যাকেজ ক্রোনায় ‘হাজার কোটির ওপরে’। ডলারে তা অন্তত দেড় শ কোটি বলে জানিয়েছে বিবিসি।</p> <p>পওসেন জানিয়েছেন, এই প্যাকেজের আওতায় দুটি নতুন পরিদর্শন জাহাজ, দুটি নতুন দূরপাল্লার ড্রোন কেনার এবং দুটি অতিরিক্ত কুকুর টানা স্লেজ টিমের ব্যবস্থা করা যাবে। এর আওতায় গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডের কর্মীর সংখ্যা বাড়ানো এবং দ্বীপটির তিনটি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে যেন এফ-৩৫ সুপারসনিক যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সেই লক্ষ্যে উন্নয়ন করা হবে।</p> <p>এ ঘোষণার সময়টিকে ‘ভাগ্যের পরিহাস’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর আগে গত সোমবার ট্রাম্প বলেছেন, বিশাল এই দ্বীপটির মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য ‘চূড়ান্ত প্রয়োজনীয়তা’। সূত্র : বিবিসি</p> <p> </p>