<p>জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। নির্মাণের পাশাপাশি দেশের যেকোনো ইস্যুতে সব সময় সরব থাকেন তিনি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তিনি। বিভিন্ন ইস্যুতে কথা বলেন এই নির্মাতা।</p> <p>গতকাল রাতে সচিবালয়ে আগুন লাগে। দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন নিয়ে নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই দাবি করছেন, এটা একটা চক্রান্ত। এ জন্য দেশের আমলাদের দায়ী করছেন অনেকেই। তবে দিন শেষে আসল ঘটনা জানার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে ঘটনাটি নিয়ে না বললেও আমলাদের নিয়ে একটি চার লাইনের ছড়া লিখেছেন এই নির্মাতা। সেটি পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লেখেন, ‘চোর-বাটপারে ভইরা গেছে/মাতৃভূমি বাংলাতে/দেশে শান্তি আসবে নাগো/দুর্নীতিবাজ আমলাতে।’</p> <p>আমলাদের নিয়ে এমন লেখায় পোস্টের নিচে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। প্রশংসা করেছেন আশফাক নিপুনের।</p>