<p>বান্দরবানের লামায় ত্রিপুরাপাড়ায় অগ্নিসংযোগ করে ১৭টি বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।</p> <p>অগ্নিকাণ্ডের পর বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন ব্যক্তি লামা থানায় সাতজনের নামে ও অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে মামলার আসামিদের মধ্যে চারজনকে আটক করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735206143-bc37828a74959d4b9e803b6816eecf51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461574" target="_blank"> </a></div> </div> <p>আসামিরা হলেন লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো. ইব্রাহিম (৬৫)।</p> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে পাড়াবাসী পাশের টংগঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গির্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তরা ঘরে আগুন দেয়। আগুনে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।</p> <p>চন্দ্রম‌নি ত্রিপুরা, বিদ‌্যাম‌নি ত্রিপুরাসহ পাড়াবাসী জানায়, মঙ্গলবার রা‌তে পার্শ্ববর্তী গির্জায় বড়‌দিনের অনুষ্ঠানে গে‌লে পুরো পাড়া খা‌লি হ‌য়ে যায়। এ সময় কে বা কারা পু‌রো পাড়ায় আগুন দি‌য়ে জ্বা‌লি‌য়ে দি‌য়ে‌ছে। এখন আমরা চরম ক‌ষ্টে রাত কাটা‌চ্ছি। আমাদের এখন খাবার পর্যন্ত নাই। বিষয়‌টি তদন্ত সা‌পে‌ক্ষে দোষী‌দের বিচার দা‌বি কর‌ছি।</p> <p>এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে  বান্দরবান সদর থেকে সড়কপথে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়া ঘটনাস্থল পরিদর্শনে আসেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাংবাদিকদের জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে : এবি পার্টি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735217366-0c8619aec728d72a17d3acf038ff8ed2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে : এবি পার্টি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461645" target="_blank"> </a></div> </div> <p>জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ব‌লেন, ‘আমরা এ বিষ‌য়ে ক‌ঠোর। এখা‌নে আমরা অনাক‌াঙ্ক্ষিত কোনো ঘটনা দেখ‌তে চাই না। আমরা আজ প‌রিদর্শন ক‌রে দেখ‌তে পে‌য়ে‌ছি ১৯‌টি ঘ‌রের ম‌ধ্যে ১৭‌টি ঘর পু‌ড়ে গে‌ছে। আমরা আশা কর‌ছি, এর মূল কারণ আমরা বের কর‌তে পার‌বে। আমরা এটি নি‌য়ে কাজ কর‌ছি।’</p> <p>বান্দরবান পু‌লিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার ব‌লেন, ‘বিষয়‌টি‌কে আমরা স‌র্বোচ্চ গুরুত্ব দি‌চ্ছি। ঘটনা‌টি ঘটার পর সাতজন‌কে আসামি ক‌রে এক‌টি মামলা হ‌য়ে‌ছে। রাতভর আমরা এখা‌নে অভিযান পরিচালনা ক‌রে‌ছি। অভিযা‌নে চারজন‌কে আটক করা হয়েছে।’</p>