<p>বরেণ্য অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা দিল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ আয়োজনে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হয়। গতকাল দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভার থানাসংলগ্ন বংশী নদীর তীরে একটি পার্কে আয়োজন করা হয়েছিল ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’-এর। পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বাচসাস সদস্য ও সংস্কৃতি অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে বাচসাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।</p> <p>বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা, শাহনাজ রহমান স্বীকৃতি, অন্তর শোবিজের চেয়ারম্যান ও সংগীতশিল্পী স্বপন চৌধুরী, দেশ খান প্রমুখ। তাদের সুরের ঝংকারে মেতে ওঠেন বাচসাস সদস্য ও হাজারো অতিথি। পরিবার দিবসের আহ্বায়ক ছিলেন লিটন রহমান ও সদস্যসচিব দুলাল খান।</p> <p>পরিবার দিবসে বাচসাস সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, নন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্বাহী সদস্য সনি রহমান, সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, কায়েস আরজু, শ্রাবণ শাহ, অভিনেত্রী নাসরিন, সোহানা সাবা, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী, আলী জুলফিকার জাহেদী, রাজ রিপা, শিশির সরদার, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ইউসুফ প্রমুখ।</p>