<p>কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম রাসেল মিয়া (২৫)। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্পের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আজিজুল হকের ছেলে।</p> <p>এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বুধবার সকালে বাড়ি থেকে রাসেল ভটভটি নিয়ে মাটি কাটার কাজের উদ্দেশে বের হয়ে বাগভান্ডার ক্যাম্পের মোড়ে পৌঁছলে দ্রুত গতির কারণে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক রাসেল ভটভটির নিচে চাপা পড়েন। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে আনার সময় পথেই তার মৃত্যু হয়।’</p> <p>ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’</p>