<p>২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের নির্মিত হয়েছে ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত সিনেমাটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলার কাহিনিকে উপজীব্য করে নির্মিত বলে জানা গেছে আগেই। এরই মধ্যে ছবিটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জয় করে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন উৎসবে চলেছে ছবিটি। হয়েছে প্রশংসিত। ছবিটি নিয়ে দেশের মানুষের আগ্রহ কম নয়। এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন অপেক্ষা মুক্তির। অবশ্য আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। এ ছাড়া জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবেও সমাপনী ছবি হিসেবে প্রদর্শিত হবে ছবিটি। এসব খবর যখন ঘুরে বেড়াচ্ছে চারদিকে তখনই ‘বলী’ নিয়ে স্মৃতিকাতর হলেন নির্মাতা।</p> <p>গতকাল রাতে ‘বলী দ্য রেসলার’-এর অভিনেত্রী প্রিয়াম অর্চির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বলী, দ্য রেসলার সিনেমায় আমার অন্যতম প্রিয় দৃশ্য। একদিকে রাসুনি অথবা প্রিয়াম অর্চি অন্যদিকে মজু অথবা নাসির উদ্দিন খান।এই দৃশ্য যতবার দেখি একটা ঘোরের মতো লাগে। প্রিয়ামকে জিজ্ঞেস করেছি, এত ভালো অভিনয় সে কিভাবে করল। প্রিয়াম অতি বিনয়ী। সে জানিয়েছে, এই সিনে তার সামনে নাসির ভাই বসা ছিল। সে শুধু নাসির ভাইকে ফলো করেছে। নাসির উদ্দিন খান এখন বড় ভাইয়ের (মোস্তফা সরয়ার ফারুকী) ৮৪০ সিনেমার প্রচারণায় ব্যস্ত আছে। তার ব্যাক টু ব্যাক ছবি দিয়ে আপাতত জাতিকে কনফিউশন না করি। একই সিনে নাসির ভাইয়ের অভিব্যক্তি বরং কয়েক দিন পরে শেয়ার করা যেতে পারে। নতুন বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী সিনেমা হিসেবে দেশে যাচ্ছে -বলী, দ্য রেসলার।’</p> <p>স্বাভাবিকভাবেই ইকবাল হোসাইন চৌধুরীর পোস্টটি নজর এড়ায়নি অভিনেত্রী প্রিয়াম অর্চির। তিনি সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘এই দৃশ্যে অতীত-বর্তমান- ভবিষ্যৎ গুলিয়ে ফেলে এক পরাবাস্তব অনুভূতির মুহূর্তে রাসুনি। এমন কিছু প্রিয়াম কখনো এক্সপেরিয়েন্স করেনি, জানত না রাসুনিকে কিভাবে করাবে। টুকরো টুকরো কিছু ভাবনা ছিল, নাসির ভাই সেটা জুড়ে দিয়েছিলেন। সুঅভিনেতা এবং উদার সহশিল্পীর সাথে কাজের আনন্দ এখানেই।’</p> <p>তিনি আরো লেখেন, ‘ইকবাল হোসেন চৌধুরী নির্মিত বলী-দ্য রেসলার আমার অভিনীত চতুর্থ সিনেমা। ২০২৩ এ বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস স্বীকৃতি পাওয়া সিনেমাটি ২০২৪এ বাংলাদেশ থেকে অস্কার যাত্রার জন্য নির্বাচিত হয়। বাংলাদেশে, আসছে বছর, ২০২৫-এর জানুয়ারির ১৯ তারিখ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী শোতে প্রদর্শিত হবে আমাদের সিনেমা বলী। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ।’</p> <p>পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।</p>