<p><em>জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। ক্রিকেট নিয়ে নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনা করেন করপোরেট শো। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। সব নিয়েই কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে।</em></p> <p><strong>কয়েক দিন আগে আপনি জানিয়েছেন আবার মা হয়েছেন। মেয়ে ও আপনি কেমন আছেন?</strong></p> <p>আমরা দুজনই ভালো আছি। ঠিকঠাক আছি। ওর জন্ম হয়েছে নভেম্বরের ১৩ তারিখ। একটু দেরিতে সবাইকে জানিয়েছি। আর আমার প্রেগন্যান্সির সময়ও তেমন কেউ বুঝতে পারেনি। একটু চুপচাপই ছিলাম। আমার বড় ছেলের বয়স ছয়। ওকে নিয়েও ব্যস্ত সময় কাটে। এবার মেয়েটা এলো। সব মিলিয়ে আলহামদুল্লিল্লাহ ভালো আছি। </p> <p><strong>ওই সময় কাজ করতে সমস্যা হয়নি?</strong></p> <p>একেবারেই না। এটা আসলে যার যার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। আমি ডেলিভারির আগের দিন নাগরিক টিভিতে স্পোর্টস প্রগ্রাম উপস্থাপনা করেছি। তার আগেও কাজ করেছি নিয়মিত। এ ছাড়া নিয়মিত ব্যায়াম করা থেকে শুরু করে শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য যা যা করা দরকার সব করেছি।</p> <p><strong>পরে কাজে ফিরলেন কবে?</strong></p> <p>ডেলিভারির সাত দিনই পরেই। আসলে আমার কাজের মধ্যে থাকতে সব সময় ভালো লাগে। এ কারণে দ্রুত ফিরেছি। নিয়মিত শো করছি। আর আমার বড় বোন এই সময়টাতে বাচ্চাকে দেখাশোনা করছেন। মেয়েটার জন্য আমি এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করছি। তাই সমস্যা হচ্ছে না।</p> <p><strong>একটু উপস্থাপনা নিয়ে কথা বলি। আপনি তো অনেক দিন হলো নিয়মিত উপস্থাপনা করছেন। কিন্তু অনেকেই বলেন এটা অল্প সময়ের ক্যারিয়ার। কোনটা সত্য?</strong></p> <p>এই যে আপনিই তো বললেন অনেক দিন ধরে উপস্থাপনা করছি। অল্প সময়ের হলে কি করতে পারতাম? আসলে অনেকে এটাও ধারণা করেন চেহারা সুন্দর হলেই হয়তো উপস্থাপনা করা যায়। সেটা ভুল। অল্প সময়ের জন্য চেহারা দেখাতে আসলে হয়তো সম্ভব। কিন্তু দীর্ঘ সময় থাকতে হলে অবশ্যই তাকে গ্লামারাস হওয়ার পাশাপাশি উপস্থাপনার কৌশল, বাচনভঙ্গি, যে বিষয়ে উপস্থাপনা করছেন সেটার ওপরে পুরো ধারণা থাকতে হবে। না হলে টেকা যাবে না। কেউ না কেউ জায়গা দখল করে নেবে। </p> <p><strong>আপনার নিজের এসব গুণ আছে বলে মনে করেন?</strong></p> <p>না হলে তো এত দিন কাজ করতে পারতাম না। এসব আছে বলেই এখনো কাজ করে যাচ্ছি। তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের ব্যাচের পরে সেই অর্থে গ্লামারাস উপস্থাপিকা আসেননি। নতুনরা অনেকেই ভালো কাজ করছেন কিন্তু সেভাবে সামনে এগোতে পারছেন না গ্লামারের অভাবের কারণে। আর এটাও সত্যি হুট করে তো গ্লামার বাড়ানো বা কমানো যায় না। এটা ন্যাচারাল।</p> <p><strong>আপনাদের অঙ্গনে একটা কথা খুব শোনা যায়, একজন আরেকজনের শো খেয়ে দেওয়া। এটা কতটা সত্যি?</strong></p> <p>একদম সত্যি। আমার নিজের শো অনেক উপস্থাপকই খেয়ে দিয়েছেন। কিন্তু কী করব, তাদের সঙ্গে পলিটিকসে হেরে গেছি।</p> <p><strong>এ রকম দু-একটা ঘটনা কি বলতে পারেন, আসলে সেটা কিভাবে হয়?</strong></p> <p>ধরেন, আমি একটা শো নিয়মিত উপস্থাপনা করছি। হুট করে শুনি আমি সেটাতে নাই। এটাকে আমাদের ভাষায় খেয়ে দেওয়া বলি আর কি। তবে আমার সঙ্গে যা ঘটেছে সেটা বলা ঠিক হবে না। একটা ঘটনা বলতে পারি, প্রতিবছর আমি সেরা রাঁধুনি শো উপস্থাপনা করি। এবার আমার প্রেগন্যান্সির কারণে পারিনি। তবে আয়োজকরা চাইলে পারতাম। কারণ আমার ডেলিভারির পরে এটার কাজ শুরু হয়েছে। তবে আমি আনন্দিত এটা আমার খুব কাছের উপস্থাপক মৌসুমী মৌ করছে। ভালোই লাগছে।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/শ্রাবণ্য.jpg" width="1000" /> <figcaption>শ্রাবণ্য তৌহিদা</figcaption> </figure> <p><strong>আপনি কারো শো কখনো ‘খেয়ে’ দেননি?</strong></p> <p>নাহ। সেটা আমার পক্ষে সম্ভব না। কখনো করেছি বলে মনে হয় না।</p> <p><strong>এবার একটু অন্য প্রসঙ্গ। আপনি মাঝে অভিনয় করেছিলেন। কিন্তু নিয়মিত না। আবার কি অভিনয় করবেন?</strong></p> <p>অবশ্যই করব। এখনো নিয়মিত অভিনয়ের অফার পাই। আসলে আমার ডাক্তারি পেশার কারণে করার সুযোগ হয় না। তবে অবশ্যই আমি একটি হলেও সিনেমা করব। সেটা দ্রুতই আপনারা জানতে পারবেন।</p>