<p style="text-align:justify">সিলেটের ১৩ যুবককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফ ৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735111612-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/corporatecorner/2024/12/25/1461174" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে গত ২৩ ডিসেম্বর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করে তারা। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে ডাউকি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। </p> <p style="text-align:justify">সূত্র জানায়, ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও চারজন গোয়াইনঘাটের বাসিন্দা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735111442-59c3ebb43362527d65de2d6fd62cb1c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/25/1461172" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব (১৯), বিলাল হোসেনের ছেলে রুহুল (২০), ও ইলালের ছেলে আরিফ (১৯), গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক (১৯), একই গ্রামের আবদুল্লাহর ছেলে রনি (১৯) ও বশিরের ছেলে সোহাগ (১৯), দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম (১৯) ও তামাবিলের মতিনের ছেলে নয়ন (১৯)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মানুষের সেবা ও কল্যাণই সব ধর্মের মূল কথা : রাষ্ট্রপতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735111220-b379325dc50595f24f2751bd7628b878.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মানুষের সেবা ও কল্যাণই সব ধর্মের মূল কথা : রাষ্ট্রপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/25/1461167" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্থানীয় সূত্র জানায়, গত রবিবার জাফলং জিরোপয়েন্ট এলাকা দিয়ে ১৩ জন যুবক ভারতে অনুপ্রবেশ করে। রাতে ফেরার পথে তারা বিএসএফ-এর হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।</p>