<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় এক দিনে দুই পুলিশ সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ নিয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশটিতে শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি নির্বাচনে ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টিকে বিতর্কিতভাবে জয়ী ঘোষণা করা হয়। বিরোধী দল কারচুপির অভিযোগ আনার পর মোজাম্বিকের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশিদের দোকানপাটে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় পর্তুগিজ ভাষাভাষী দেশটির সর্বোচ্চ আদালত গত সোমবার ঘোষণা দেন, ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ফ্রিলিমো পার্টি গত ৯ অক্টোবরের নির্বাচনে জয়ী হয়েছে। এর আগে থেকেই দেশটিতে নির্বাচন-পরবর্তী সহিংসতা চলে আসছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার রাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেন, দেশজুড়ে ২৩৬টি গুরুতর সহিংসতার খবর মিলেছে। এতে ১৩ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে থানা, কারাগার ও অন্যান্য অবকাঠামোয় হামলা চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। এরই মধ্যে ৭০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে দেশটির রাজধানী মাপুতোতে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। সাঁজোয়া যানবাহনে চড়ে শহরের কেন্দ্রস্থলে টহল দিতে দেখা গেছে পুলিশকে। ওই সময় শত শত বিক্ষোভকারী ইটপাটকেল ছোড়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার আদালত ফ্রিলিমো পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপোর বিজয় নিশ্চিত করার পর রাজধানীর প্রধান সড়কে থাকা অস্থায়ী ব্যারিকেড পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই সময় শহরের আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চ্যাপোর প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাসিত বিরোধী নেতা ভেনানসিও মন্ডল্যান দাবি করেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে। তাঁর এই বক্তব্যের পর প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দোকানপাট, ব্যাংক, সুপার মার্কেট, পেট্রল স্টেশন এবং সরকারি ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। বেশ কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাপুতো কেন্দ্রীয় হাসপাতালের পরিচালক মৌজিনহো সাইদে বলেন, গুরুতর পরিস্থিতির মধ্যে হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। দুই শর বেশি কর্মী হাসপাতালে পৌঁছতে পারেননি। আহত ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪০ জনই গুলিবিদ্ধ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী মাপুতো এবং পার্শ্ববর্তী শহর মাটোলার দিকে যাওয়ার প্রধান সড়কগুলো ব্যারিকেড ও জ্বলন্ত টায়ার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। মাপুতো বিমানবন্দরে যাওয়ার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি মিলছে না। এ ছাড়া গণপরিবহন চলাচল বন্ধ থাকায় লোকজন বাড়িঘরে আটকে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পর মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় কাবো ডেলগাডো, নামপুলা, জাম্বেজিয়া ও তেতে প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব অঞ্চলে বিরোধী দলের সমর্থকদের আধিপত্য রয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটপাট হচ্ছে। এতে সেখানে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরাও আক্রান্ত হয়েছেন। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের মাধ্যমে সাহায্য করার আবেদন জানিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশিদের দোকানপাট লুটপাটের ভিডিও শেয়ার করতে দেখা গেছে। ফেসবুক পোস্টে মোহাম্মদ সাইদুর রহমান নামের একজন লেখেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা প্রতিহিংসার শিকার হচ্ছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশিদের দোকানপাট, ঘরবাড়ি ও কারখানায় হামলা চালিয়ে কৃষ্ণাঙ্গরা সব লুটপাট করেছে। অনেকে নিঃস্ব হয়ে গেছেন। অনেকে পথে বসে গেছেন। আমরা মানবেতর জীবনযাপন করছি।  যেহেতু এখানে বাংলাদেশের দূতাবাস নেই, তাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে সাহায্য চাই আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বি এম জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোজাম্বিকে বাংলাদেশের দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানকার বাংলাদেশিদের খোঁজ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সেখানে বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এএফপি</span></span></span></span></span></p>