<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম (২২) নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)। গত ১৯ ডিসেম্বর রাতে পূর্বাচল ৩০০ ফুট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়।</p> <p> </p>