<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় পাভেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।</p> <p>রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী পরিবারের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডের বায়েজিদের সঙ্গে আমিনুল ইসলাম স্বপনের মোবাইল ফোনে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার টার দিকে বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার লোকজন স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসে। স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় লোকজন তাঁকে উদ্ধার করে দায়েমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।</p>